Advertisement
Us Bangla Airlines
ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নদের সংবর্ধনা, বড় পুরস্কার ঘোষণা
উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ

ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নদের সংবর্ধনা, বড় পুরস্কার ঘোষণা

খেলা ডেস্ক

৩১ অক্টোবর ২০২৪, ১৮:০৩

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ট্রফি জেতার একদিন পর আজ (বৃহস্পতিবার) দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা। নেপালের কাঠমান্ডু থেকে বেলা ২ টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-ঋতুরা।

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা আসবে বলে! উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাজয়ীদের বরণে আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। বিমানবন্দরের বাইরে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছিল উৎসুক জনতার। ক্যামেরায় চোখ গণমাধ্যমকর্মীদেরও। অবশেষে চ্যাম্পিয়নরা এসে নামলেন। 

বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল ছাদ খোলা বাসে যাত্রা করে বাফুফে ভবনে। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বড় অর্থ পুরস্কার দেবে বিসিবি

লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বাংলাদেশ নারী দলের দেশে পা রাখার দিনে এই ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’

এর আগে মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া সাবিনাদের পুরস্কার দেওয়া হবে।

প্রসঙ্গত, দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য ঋতুপর্ণা আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এ ছাড়া বাংলাদেশি গোলরক্ষক রুপ্না চাকমা হয়েছেন সেরা গোলরক্ষক।

এফআই/