Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের জার্সিতে খেলতে ক্যাম্পে যোগ দিলেন কিউবা মিচেল

বাংলাদেশের জার্সিতে খেলতে ক্যাম্পে যোগ দিলেন কিউবা মিচেল

খেলা ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ২১:৪৫

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজ বাহরাইনে থেকে দেশে ফিরেছে। দল ফেরার পরপরই বসুন্ধরা কিংস ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ছেড়েছে। আজ সন্ধ্যার পর অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে তিনি যোগ দিয়েছেন।

৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ২৯ আগস্ট রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে। কাতারের দোহা থেকে বাহরাইনে কিউবাকে না ছাড়লেও বাংলাদেশ ছাড়ার তিন দিন আগেই জাতীয় দলে পাঠিয়েছে কিংস। 

অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, 'আমরা আগামী তিন দিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করব। এজন্য বারিধারা থেকে কাকরাইলের হোটেলে ক্যাম্প আনা হয়েছে। কিউবা আজ সন্ধ্যার পর ক্যাম্পে এসেছে। ফাহমিদুল সরাসরি ভিয়েতনাম যাবে।'

অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া কিংসের চার ফুটবলারের মধ্যে জনি, রিমন ও শ্রাবণ কাতার থেকে বাহরাইনে যান। কিউবা বাহরাইনে অনূর্ধ্ব-২৩ দলের দুটি ম্যাচ খেলতে পারেননি। বসুন্ধরা কিংস জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়েনি। বাফুফে চিঠি দিয়ে অনুরোধের পরও তাদের অবস্থানে অনড় ছিল।

কিউবার পর জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদেরও ছাড়বে কিংস। এজন্য স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ৩১ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

এমআই