Advertisement
Us Bangla Airlines
কিউবার অভিষেক ম্যাচে জয় পেল না বাংলাদেশ

কিউবার অভিষেক ম্যাচে জয় পেল না বাংলাদেশ

খেলা ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:১০

এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের যাত্রাটা বাংলাদেশের জন্য শুভ হয়নি। গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম ২-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে। দুই অর্ধে একটি করে গোল করেছে দলটি। কিউবা, জায়ানদের মতো প্রবাসী ফুটবলার দলে থাকায় অন্তত ড্র কিংবা প্রতিদ্বন্দ্বিতার আশা ছিল। সেই প্রত্যাশা তেমন পূরণ করতে পারেননি ফুটবলাররা। 

র‌্যাঙ্কিং ও অন্যান্য সূচকে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকরা দাপট দেখিয়েছে। দ্বিতীয় মিনিটেই তাদের এক আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ১৫ মিনিটে এক ডিফেন্স চেরা পাসে বাংলাদেশের রক্ষণভেদ করে ভিয়েতনামের ফরোয়ার্ড বক্সে প্রবেশ করেন। প্রথম গোল করেন ভিয়েতনামের নিগক মিই।

বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। মিডফিল্ডে তিনি কয়েকটি আক্রমণ রচনা করার চেষ্টা করেন। লেফট ব্যাক পজিশনে খেলা আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ অবশ্য প্রায় মাঠ জুড়ে খেলেছেন। রক্ষণের পাশাপাশি আক্রমণও উঠেছেন। আবার আক্রমণ থেকে ডিফেন্সেও ব্যাক আপ করেছেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ একাধিক খেলোয়াড় বদল করলেও গোল আসেনি। এই অর্ধে স্বাগতিক ভিয়েতনামের দুইটি শট পোস্টে লেগে ফেরত আসে। ৮৩ মিনিটে লে ভিক্টর গোল করলে বাংলাদেশের পরাজয় সুনিশ্চিত হয়। বাংলাদেশের চেয়ে স্বাগতিক দলের ফুটবলারদের কাছেই ম্যাচের বেশিরভাগ সময় বল ছিল।

কিউবা মিচেলকে দ্বিতীয়ার্ধে তুলে নেয়া হয়। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ভালো কয়েকটি সেভ করেছেন, অন্যথায় ব্যবধান আরো বাড়ত।

এমআই