Advertisement
Us Bangla Airlines
আওয়ামীর শেষ মিনিটের গোল হারল বাংলাদেশ

আওয়ামীর শেষ মিনিটের গোল হারল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭

এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ কখনো মূল পর্বে খেলেনি। এবার বাছাইয়ের গণ্ডি পেরিয়ে চূড়ান্ত আসরে খেলার বেশ আশা ছিল। গ্রুপ পর্বে টানা দুই হারে সেই আশায় গুঁড়েবালি। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলের পর আজ ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অ-২৩ দল।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইয়েমেন এখন টেবিলের শীর্ষে। আজ দিনের পরের ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম সিঙ্গাপুরকে হারালে তাদেরও পয়েন্ট ছয় হবে। বাংলাদেশ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালে তিন পয়েন্ট পেতে পারে। তিন পয়েন্টে গ্রুপ রানার্স আপ হওয়ার সুযোগ একেবারে ক্ষীণ। সেখানে এগারো গ্রুপের মধ্যে সেরা চার রানার্স আপ হওয়ার সম্ভাবনা নেই।

যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন আগের ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে। আজ বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য ছিল। চতুর্থ রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। সেই চার মিনিটের সময় এক আক্রমণে গোল তুলে নেন ইয়েমেন ফরোয়ার্ড আব্দুল আল আওয়ামী।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ বল দখল ও আক্রমণে প্রাধান্য দেখালেও দ্বিতীয়ার্ধে তেমনটা পারেনি। ইয়েমেন এই অর্ধে আরো গোছালো ফুটবল খেলেছে। বাংলাদেশের কোচ হাসান আল মামুন দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন করেন। ফাহমিদুল, আল আমিনকে এক সঙ্গে উঠিয়ে নেন। খেলার শেষ দিকে অধিনায়ক মোরসালিনকেও উঠান।

আকাশ, তানিল সালিকরা নেমেও খেলা পরিবর্তন করতে পারেননি। অথচ ইনজুরি সময়ে নেমে মাত্র দেড় মিনিটের মাথায় গোল করেছেন ইয়েমেনের ফুটবলার আওয়ামী।

বাংলাদেশ শেষ আট মিনিট এক জন কম নিয়ে খেলেছে। বাংলাদেশের বক্সের একটু সামনে ফাউল করেন মজিবুর রহমান জনি। বল দখলের লড়াইয়ে জনি পা বিপদজনকভাবে উপরে উঠিয়েছিলেন। রেফারি তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়া করেন। একজন কম নিয়ে খেলেও বাংলাদেশ বাকি সময় ভালোই সামাল দিচ্ছিল। তবে শেষটা ভালো হয়নি।

এমআই