
সোনাজয়ী শুটার সাদিয়া না ফেরার দেশে
খেলা ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ২১:০৩
বাংলাদেশের সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা। এস এ গেমস ছাড়াও কমনওয়েলথ গেমসেও বাংলাদেশকে পদক এনে দিয়েছেন। একসময় শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন। ছিলেন সবার আড়ালে। এবার চিরতরেই আড়াল হয়ে গেলেন। আজ (সোমবার) মারা গেছেন সোনাজয়ী এই শুটার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।।
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে সোনা জিতেছিলেন সাদিয়া সুলতানা। একই বছর জিতেছিলেন কমনওয়েলথ শুটিংয়ের সোনা। ১০ মিটার এয়ার রাইফেলে সেবার দলগত ইভেন্টে শারমিন রত্নার সঙ্গে মিলে জিতেছিলেন সোনা। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন। ওই বছর বাংলাদেশ গেমসের পর থেকেই তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।
সাবেক এই শুটার মানসিক অবসাদের মধ্যে ছিলেন বলে জানা গেছে। কয়েক বছর আগে খবরের শিরোনাম হয়েছিলেন আগুনে পুড়ে। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গেও সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন। যে কারণে সাদিয়ার মৃত্যুর কারণটি এখনো সুনিশ্চিত নয়।