Advertisement
Us Bangla Airlines
শোয়েবের বন্ধুর প্রেমে মশগুল সানিয়া মির্জা!

শোয়েবের বন্ধুর প্রেমে মশগুল সানিয়া মির্জা!

খেলা ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৫, ২০:৪২

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে ২০১০ সালে বিয়ে করেছিলেন শোয়েব মালিক। একত্রে দীর্ঘ এক যুগের বেশি পার করে দেওয়া এই জুটি গতবছর নিজেদের সর্ম্পকে ইতি টানেন। বিচ্ছেদের পরপরই পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাবেদকে বিয়ে করেন ক্রিকেট তারকা শোয়েব মালিক। তবে সানিয়া মির্জা এখন পর্যন্ত বিয়ে না করলেও আলোচনায় এসেছেন একাধিকবার।

এবার আলোচনায় এসেছেন দুবাইভিত্তিক ব্যবসায়ী আদিল সাজানের সঙ্গে ডেটিংয়ের গুঞ্জন নিয়ে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সাথে আদিলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা সময়। সেই সূত্রে সানিয়াকেও বহুদিন ধরে চেনেন এই ধনকুবের। 

তবে সম্পর্কের ডালপালা মেলতে শুরু করে ইনস্টাগ্রামের সূত্র ধরে। আদিল সাজানকে সম্প্রতি ইনস্টাগ্রামে অনুসরণ করতে শুরু করেছেন সানিয়া মির্জা। তাতেই আদিলকে ঘিরে আলোচনায় আসছেন এই টেনিস তারকা। আদিলকে সানিয়ার অনুসরণ কাণ্ডে সামাজিক মাধ্যমে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। তবে কি শোয়েবের বন্ধুর প্রেমে মশগুল সানিয়া মির্জা?

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শোয়েব মালিকের বন্ধু আদিল সাজান দুবাইয়ের একজন বিলিয়নিয়ার এবং দানিউব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ভারতীয় ব্যবসায়ী রিজওয়ান সাজানের ছেলে। বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত আদিলের গ্যারাজে রয়েছে ফেরারি ক্যালিফোর্নিয়া টি, বেন্টলি কন্টিনেন্টাল জিটি এবং ল্যাম্বোরগিনি গ্যালার্ডো। বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

গুঞ্জনের ঝুলিতে রয়েছে আরও ঘটনা। শোয়েবের সঙ্গে ডিভোর্সের পর থেকে সানিয়া মির্জা ছেলে আজান মির্জা মালিককে নিয়ে দুবাইতে থাকছেন। সেখানেই এক বিলাসবহুল এক ভিলা বানাচ্ছেন তিনি। মূলত সেই ভিলার ডিজাইন করেছেন আদিল সাজানের কোম্পানি দানিউব হোমস। 

এমআই