Advertisement
Us Bangla Airlines
মালানের সঙ্গে ‘রাগ’ দেখানোর ব্যাখ্যা দিলেন তামিম

মালানের সঙ্গে ‘রাগ’ দেখানোর ব্যাখ্যা দিলেন তামিম

খেলা ডেস্ক

২০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬

বাইশ গজে নিজের রাগের ওপর যেন লাগাম টানতে পারছেন না তামিম ইকবাল। রংপুর রাইডার্সের সাথে অবিশ্বাস্য ম্যাচ হেরে নিজের মেজাজটা ধরে রাখতে পারেননি তিনি। ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচেও মেজাজ হারান টাইগারদের সাবেক অধিনায়ক।

ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার সাব্বির রহমানের ‘ফেইক ফিল্ডিং’ দেখে মাঠেই এই ক্রিকেটার শাসান তামিম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাব্বিরের উদ্দেশ্যে তামিমকে বলতে শোনা গেছে, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ যদিও তামিমের এমন উত্তপ্ত আচরণে ঘটনায় জল ঢালেন সাব্বির রহমান।

গতকাল (১৯ জানুয়ারি) চিটাগং কিংসের ম্যাচে  সতীর্থের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন তামিম ইকবাল। এরপর ডেভিড মালানের ওপর মাঠে দাঁড়িয়েই রাগ ঝাড়েন বলে গুঞ্জন ওঠেছিল। এমনকি টিভির পর্দার ইলিংশ ব্যাটারকে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায়। মালানকে শান্ত করতে প্রতিপক্ষের খেলোয়াড় হায়দার আলীও ছুটে আসেন।

তামিমের রান আউট হওয়ার মুহূর্ত

উত্তপ্ত বাক্য বিনিময়ের এমন ঘটনায় তামিমকে দোষী করে সমালোচনায় মাতেন নেটিজেনরা। তবে সেটাকে উড়িয়ে দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এমনকি মালানের সাথে তার অপ্রীতিকর কিছু হয়নি বলেও জানিয়েছেন তিনি। সোমবার নিজের ভেরিফাইড পেইজে মালানের সঙ্গে ‘রাগ’ দেখানো প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন এ বাঁহাতি ওপেনার।

তামিম ইকবাল বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

রান আউট প্রসঙ্গে তামিম বলেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায়  “সরি” বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি।’

মাঠে মালানের উত্তপ্ত বাক্য বিনিময় প্রতিপক্ষের ফিল্ডারের সাথে হয়েছিল বলে জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

এরপরেই সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে নিজের মতামত জানান তামিম, ‘এ রকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এ রকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়।’

তিনি আরও জানান, যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।

এমআই