
দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে দুঃসংবাদ পেলেন জোসেফ
খেলা ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ২২:২৭
সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তবে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল ক্যারিবিয়ান ফাস্ট বোলার আলজারি জোসেফ। আইসিসির আচরণবিধির ধারা-১ লঙ্ঘনের দায়ে এ বোলারকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসাথে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ক্রিকেটের অভিভাবক সংস্থা জানায়, আইসিসির কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের অনুচ্ছেদ ২.৩ ধারা লঙ্ঘন করেছেন আলজারি জোসেফ। প্রকাশ অযোগ্য অশালীন ব্যবহারে এ ক্রিকেটারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি জোসেফকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর আগেই আম্পায়রের সঙ্গে বাজে আচরণ করেন আলজারি জোসেফ। ম্যাচের চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট জোসেফকে তার স্পাইকযুক্ত জুতা নিয়ে উইকেটে পা রাখতে মানা করেছিলেন। তাতেই আম্পায়ারের সাথে অশালীন শব্দ ব্যবহার করে বসেন এ ফাস্ট বোলার।
ফলে অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা এবং লেসলি রেইফার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ব্র্যাথওয়েট মিলে রেফারির কাছে জোসেফের অযাচিত আচরণের বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগের সত্যতা মেলায় জোসফকে আর্থিক জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
এদিকে ম্যাচ শেষে রেফারির কাছে জোসেফ নিজের অপরাধ স্বীকার করেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এমআই