
আমিরাতে যাওয়ার আগে যা বললেন রিশাদ
খেলা ডেস্ক
১৪ মে ২০২৫, ১৪:০৩
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত শুরু পেয়েছিলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে শুরুর দুই ম্যাচেই নিয়েছিলেন ৬ উইকেট। শাহিন আফ্রিদির দলে খেলা রিশাদ ৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। তবে ভারত-পাকিস্তান সংঘাতে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরেছেন টাইগার লেগ স্পিনার।
যুদ্ধ বিরতি ঘোষণার পর পুনরায় মাঠে গড়াচ্ছে পিএসএল। আগামী ১৭ মে থেকে পাকিস্তান সুপার লিগ শুরু হতে যাচ্ছে। একইদিনে আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। ফলে পিএসএলের পরিবর্তে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন রিশাদ হোসেন।
UAE series
Posted by Parvez Hossain Emon on Tuesday, May 13, 2025
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে আজ দুই ভাগে দুবাইয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে সকালে দশ জনের একটি বহর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই দলেই ছিলেন রিশাদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারীরা।
দুবাইয়ে যাওয়ার পথে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বার্তা দিয়েছেন রিশাদ হোসেন। সতীর্থদের সঙ্গে নিজের ছবি দিয়ে সেখানে রিশাদ লিখেন, ‘জাতীয় দলের কর্তব্য বলে কথা। আরব আমিরাতের বিপক্ষে লড়াইয়ের জন্য তৈরি।’ সেই ছবিতে শামীম, জাকের আলী, ইমন ও তানজিদ হাসান তামিমকে দেখা গিয়েছে।
Duty calls! Focused and ready for the battle against UAE
Posted by Rishad Hossain on Tuesday, May 13, 2025
রিশাদদের সঙ্গে একই ফ্লাইটে আরব আমিরাতে যাচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তবে অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন যাবেন সন্ধ্যার ফ্লাইটে। ১৭ ও ১৯ মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তানে যাওয়া কথা ছিল বাংলাদেশের। তবে সূচিতে পরিবর্তন আসায় পাকিস্তান সফর নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি বিসিবি।
এমআই