Advertisement
Us Bangla Airlines
টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ?

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ?

খেলা ডেস্ক

১৫ মে ২০২৫, ১৬:১১

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুম প্রায় শেষের পথে। আগামী ১১ জুন লর্ডসে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ইতি টানবে এই টুর্নামেন্ট। দুই দলের শিরোপার লড়াইয়ে নামার আগে আজ (বৃহস্পতিবার) বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সপ্তম স্থানে থেকে আসর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল হিসেবে টাইগাররাও বড় অঙ্কের প্রাইজমানি পেতে চলেছে। ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, আইসিসি থেকে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার পাবে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় যা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা।

দুই বছর পর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেল বাংলাদেশি ক্রিকেটার

আইসিসির ২০২৩–২৫ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৪টি জয়ের বিপরীতে ৮টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। জয় পাওয়া ৪ ম্যাচের ৩টাই এসেছে গেল বছর। পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আরেকটি টেস্ট জিতেছে টাইগাররা। এর আগের বছর নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে ১টি টেস্ট ম্যাচ হারিয়েছিল বাংলাদেশ।

সবমিলিয়ে ১২ ম্যাচে ৪ জয়ে ৪৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান সপ্তম। তবে ম্যাচে মন্থর ওভার করার জন্য বাংলাদেশের ৩ পয়েন্ট কাটা পড়েছে। জরিমানার কবলে না পড়লে বাংলাদেশের পয়েন্ট হতো ৪৮। যদিও এতে অবস্থানের পরিবর্তন হতো না। ৬০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের এক ধাপ ওপরে রয়েছে শ্রীলঙ্কা।

এদিকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল হিসেবে সবার জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা। যেখানে আগের দুই আসরে (২০২১ ও ২০২৩) বিজয়ীরা পেয়েছিল মাত্র ১.৬ মিলিয়ন ডলার তথা প্রায় ১৭ কোটি ১৫ লাখ টাকা।

এ ছাড়া রানার্স-আপ দলের জন্য এবার প্রাইজমানি ধরা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকার বেশি। যা আগের ৮ লাখ ডলারের তুলনায় অনেক বেশি।

র‍্যাঙ্কিংয়ে পেছাল ভারত, স্থিতিশীল বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে তৃতীয় স্থানে থেকে শেষ করা ভারত পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি ৫১ লাখ টাকার বেশি। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে ১২ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৯ লাখ ৬০ হাজার ডলার। ষষ্ঠ স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লাখ ৪০ হাজার ডলার। 

এদিকে, সপ্তম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে ৬ লাখ এবং ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। 

এমআই