Advertisement
Us Bangla Airlines
রাতে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়

রাতে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন কোথায়

খেলা ডেস্ক

১৭ মে ২০২৫, ১৩:২৪

পাকিস্তানে যাওয়ার আগে আরব আমিরাতে যাত্রা বিরতি দিতে হয়। পাক সফরে যাওয়ার আগে সেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দেশটির বিপক্ষে আয়োজিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একদিন বিরতির পর। আগামী ১৯ মে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা। দুটো ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নতুন এই সিরিজ দিয়ে পূর্ণকালীন অধিনায়কত্বের যাত্রা শুরু করতে যাচ্ছেন লিটন কুমার দাস।

পাকিস্তানের আগে আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ!

গতকাল বিসিবি প্রকাশিত এক ভিডিওতে লিটন অধিনায়কত্ব শুরু করা প্রসঙ্গে বলেন, ‘এই দুই ম্যাচ থেকে অবশ্যই প্রথম প্রায়োরেটি হচ্ছে দুইটা ম্যাচই যেন জিততে পারি। একইসঙ্গে চাইব যেন আমরা যেসব জায়গা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো ফুলফিল করতে পারি।’ 

লিটনের মতো একই প্রত্যাশা টাইগার ক্রিকেট ভক্তদের। আমিরাতের বিপক্ষে দারুণ ম্যাচ দেখার অপেক্ষায় তারা। তবে এই ম্যাচ কোথায় দেখা যাবে, তা নিয়ে রয়েছে কৌতূহল। বাংলাদেশের টি-স্পোর্টস চ্যানেলে দেখা যাবে আমিরাত সফরের ম্যাচ। এছাড়া বিশ্বের অন্যান্য চ্যানেলে এ ম্যাচ উপভোগ করতে পারবে টাইগার ভক্তরা।

‘বাংলাদেশ ক্রিকেটের অগ্রসর-উন্নতি না দেখে অবাক লাগে’

ভারতে ফ্যানকোড, মধ্যপ্রাচ্যে ক্রিকবাজ, পাকিস্তানে জিও সুপার, যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টিভি এবং বিশ্বব্যাপী টি-স্পোর্টস ইউটিউব চ্যানেলে এ সিরিজ দেখা যাবে।

বাংলাদেশ-আমিরাত সিরিজ দেখবেন যেখানে

দেশ চ্যানেল/ওটিটি
বাংলাদেশ টি-স্পোর্টস
ভারত ফ্যানকোড
মধ্যপ্রাচ্য (MENA) ক্রিকবাজ
পাকিস্তান জিও সুপার
যুক্তরাষ্ট্র ও কানাডা উইলো টিভি
বিশ্বব্যাপী স্পোর্টসআই / ইউটিউব

এমআই