Advertisement
Us Bangla Airlines
‘ভারতের স্কুলে যে সুবিধা আছে, আমাদের জাতীয় দলেও তা নেই’

‘ভারতের স্কুলে যে সুবিধা আছে, আমাদের জাতীয় দলেও তা নেই’

খেলা ডেস্ক

১৪ মে ২০২৫, ১২:২৬

বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা নিয়ে খেলোয়াড়দের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি কোচিং প্যানেল থেকে পদত্যাগ করা নিক পোথাসও জানিয়েছিলেন, পুরো বিশ্বে একমাত্র বাংলাদেশে স্পিন বোলিং মেশিন নেই। এছাড়া স্থানীয় ক্রিকেটে নেই পর্যাপ্ত মাঠ, আবাসন সুবিধা কিংবা ক্রিকেটীয় সরঞ্জাম।

জেলা পর্যায়ের ক্রিকেটে আগের মতো লিগের প্রচলন নেই। স্টেডিয়াম থাকলেও সেখানেও নেই পর্যাপ্ত ব্যবস্থা। জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়ের ফিরে আসার মতো অনুশীলন করতে পারছেন না। ক্রিকেটারদের সংকট আর অসুবিধার বিষয়টি যেন আরেকবার মনে করিয়ে দিলেন নাসির হোসেন।

জাতীয় দলের এককালের নিয়মিত মুখ নাসির বর্তমানে দলের বাইরে। তবুও দেশের ক্রিকেট নিয়ে সরব এই ক্রিকেটার। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশের ক্রিকেটারদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছেন নাসির।

তিনি বলেন, ‘ইন্ডিয়ার একটা স্কুল ক্রিকেটেও যে সুযোগ সুবিধা রয়েছে, আমাদের জাতীয় দলের সেটি নেই। সে অনুযায়ী বলবো যে বাংলাদেশ ভালো খেলে, তবে আরো ভালো খেলার সুযোগ ছিল। ভালো খেলতে পারতো আশা করি, সব সময় যেন ভালো খেলুক দেশের জন্য সুনাম বয়ে আনুক।’

বয়সভিত্তিক দলে ২০০৮ ব্যাচে খেলেছিলেন নাসির হোসেন। লিটন দাস খেলেছিলেন ২০১২ ব্যাচে। বয়সের দিক থেকে পিছিয়ে থাকলেও জাতীয় দলে একসময় একত্রে খেলেছিলেন এই দুই ক্রিকেটার। নানান বিতর্ক আর আর অফফর্মে জাতীয় দলে নেই নাসির হোসনে। তবে একই দলের অধিনায়ক হয়েছেন লিটন।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলাবেন এই ওপেনার। নতুন অধিনায়ক নিয়ে বেশ আশাবাদী বিসিবি এবং ক্রিকেট ভক্তরা। এবার লিটনকে নিয়ে আশার গল্প শোনালেন সতীর্থ নাসির হোসেন। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটনকে নিয়ে প্রত্যাশার গল্প শুনিয়েছেন নাসির।

তিনি বলেন, ‘যদি নিজের খেলাটা খেলে তাহলে ওর (লিটন) কাছে ব্যক্তিগত আমার অনেক চাওয়া রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি ও যে ধরণের প্লেয়ার। জাতীয় দলকে আরো অনেক কিছু দেওয়ার আছে ওর।’ 

সহ-অধিনায়ক শেখ মেহেদীকে নিয়েও নাসির বেশ আশাবাদী। তবে সেজন্য তাকে দীর্ঘ সময়ের জন্য এই পদে দেখতে চান জাতীয় দলের একসময়ের নিয়মিত এই মুখ।

নাসিরের ভাষ্য, ‘শেখ মেহেদী অনেক মেধাবী একটা খেলোয়াড়। আমার কাছে মনে হয়, তাকে লম্বা সময়ের জন্য এ দায়িত্বটা দেওয়া হোক। এমন না হয় যে একটা বা দুইটা সিরিজ পরে পরিবর্তন করে দেয়। আমার কাছে মনে হয় যদি সে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব করে ওর জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে।’ 

এমআই