
ছক্কা হাঁকানোর নতুন রেকর্ডে নাম লেখালেন ধোনি
খেলা ডেস্ক
২১ মে ২০২৫, ১৪:৪০
ধোনির ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার ব্যাটিং তাণ্ডবে দলকে জিতিয়েছেন। যদিও জাতীয় দলের জার্সিটা দীর্ঘদিন ধরে তুলে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। খেলার মধ্যে এখন শুধু আইপিএলটাই খেলে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ধোনি। ৪৩ বছর বয়সী ধোনির চেন্নাই ইতোমধ্যে আইপিএলের সেরা চারের দৌড় থেকে ছিটকে পড়েছে। আইপিএলে চলতি মৌসুমে আর মাত্র ১টি ম্যাচ খেলবে সিএসকে। বয়স্ক ধোনির এটাই শেষ আইপিএল কি না, সেটা বলার অবকাশ নেই।
চেন্নাইয়ের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচে নামার আগে নতুন রেকর্ড গড়লেন এই উইকেটরক্ষক ব্যাটার। ব্যাট হাতে ছক্কা হাঁকিয়ে সাড়ে তিনশের ঘরে জায়গা নিয়েছেন ধোনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ কিংবা তার বেশি ছয় মারার রেকর্ড রয়েছে তিনজন ব্যাটারের।
গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে এ তালিকায় যোগ দিয়েছেন ধোনি। এদিন প্রতিপক্ষের অধিনায়ক রিয়ান পরাগের বোলিংয়ে এই কীর্তি গড়েন চেন্নাইয়ের কাপ্তান। পরাগের মাথার উপর দিয়ে স্ট্রেট ড্রাইভে ছয় মারেন ধোনি। তাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৫০ নম্বর ছক্কায় নাম লিখিয়েছেন তিনি।
ধোনি ছাড়াও এ তালিকায় আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। কুড়ি ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ৫৪২টি ছয় মেরেছেন ভারতের ওয়ানডে অধিনায়ক।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ইতোমধ্যে ৪৩৪টি ছয় মেরেছেন তিনি। তৃতীয় স্থানে আছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩৬০ ডিগ্রিতে ব্যাট করা এই টপ অর্ডার ব্যাটারের ছক্কার সংখ্যা ৩৬৮। এবার ৩৫০ ছক্কা মারার তালিকায় যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি।
এমআই