Advertisement
Us Bangla Airlines
পিএসএলের আরেক ক্রিকেটারকে ছিনিয়ে নিল আইপিএল

পিএসএলের আরেক ক্রিকেটারকে ছিনিয়ে নিল আইপিএল

খেলা ডেস্ক

২২ মে ২০২৫, ১৯:৪৪

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগেই নাম প্রত্যাহার করেছিলেন করবিন বশ। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর মিচেল ওয়েনও পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। সবশেষ এই কাণ্ডে নাম লিখিয়েছেন লঙ্কান ক্রিকেটার।

শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটার কুশাল মেন্ডিস পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। ইংলিশ ব্যাটার জশ বাটলারের পরিবর্তে তাকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। তবে টুর্নামেন্টের শেষবেলায় এসে পিএসএল থেকে আরেক ক্রিকেটারকে ছিনতাই করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

করাচি কিংসের উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্টকে এবার দলে ভিড়িয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জ্যাকব বেথেলের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে বিরাট কোহলির দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।

পিএসএলের এলিমিনেটর ম্যাচে আজ (বৃহস্পতিবার) মাঠে নামবে সেইফার্টের করাচি কিংস। সেখানে দলের সঙ্গে থাকার কথা এই কিউই ক্রিকেটারের। রিশাদদের বিপক্ষে এই ম্যাচ জিতলে অবশ্য ফাইনালে উঠতে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে করাচিকে। সবমিলিয়ে পিএসএলে সেইফার্টের থাকা লাগতে পারে ২৫ মে হতে যাওয়া ফাইনাল পর্যন্ত।

অন্যদিকে আইপিএলের বিজ্ঞপ্তি জানিয়েছে, আগামী ২৪ মে থেকে সেইফার্টকে পাওয়া যাবে। সেক্ষেত্রে আজকের ম্যাচ খেলেই আইপিএলের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তিনি।

পিএসএলে ইতোমধ্যে ৯ ম্যাচ খেলেছেন টিম সেইফার্ট। যেখানে ২৫.১১ গড়ে ২২৬ রান করেছেন এই কিউই ব্যাটার, স্ট্রাইকরেট ১৪৫.৮০। পাশাপাশি আইপিএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে সেইফার্টের। ২০২১ আসরে কলকাতা নাইট রাইডার্স ও পরের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি।

এমআই