Advertisement
Us Bangla Airlines
১৮ ম্যাচ পর ফিফটির দেখা পেলেন শান্ত

১৮ ম্যাচ পর ফিফটির দেখা পেলেন শান্ত

খেলা ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১২

আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কুঁচকির ব্যথায় এ ক্রিকেটার আর মাঠে নামতে পারেননি। তবে বিষয়টি আরও দীর্ঘ হয় মেডিকেল টিমের খবরে। আফগান সিরিজ তো বটেই, ক্যারিবিয়ান সফরের তিন সিরিজেই থাকতে পারেননি শান্ত।

ইনজুরির মাঝেই এ টপ অর্ডারকে নিয়ে এনসিএল টি-টোয়েন্টিতে দল সাজায় রাজশাহী বিভাগ। ওয়েস্ট ইন্ডিজ না যাওয়ায় চলতি আসরের প্রথম দুই ম্যাচে এ ক্রিকেটারকে ডাগ আউটেও দেখা যায়। তবে দলের তৃতীয় ম্যাচে দীর্ঘ বিরতির পর ২২ গজে নামেন টাইগার অধিনায়ক। বরিশালের বিপক্ষে মাঠে ফেরার ম্যাচেই ফিফটি পেয়েছেন এ ওপেনার।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে মোট ১৫টি অর্ধশতক পেয়েছেন শান্ত। সেঞ্চুরির সংখ্যা ২টি। কুড়ি ওভারের ম্যাচে বরিশালের বিপক্ষে করা ফিফটি পেয়েছেন অবশ্য ১৮ ম্যাচ পর। সবশেষ অর্ধশতকের দেখা পেয়েছিলেন চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। 

এদিকে শান্তের ৮০ রানের ইনিংসে বড় পুঁজি পেয়েছে রাজশাহী বিভাগ। তাতে জেতার জন্য বরিশাল বিভাগের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৫ রান। বল হাতে বরিশালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ফাস্ট বোলার কামরুল ইসলাম রাব্বি।

এমআই