
কবে ক্রিকেট খেলা ছেড়ে দিবেন, জানালেন সোহান
খেলা ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৪:২২
চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই দুই তারকার অবসরের পর ওয়ানডে দলে পরিবর্তনটা অনুমেয় ছিল। সেখানে তাদের অভাব পূরণ করার দৌড়ে এগিয়ে ছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
ওয়ানডে দলে মুশফিক থাকায় বিগত দিনে সোহানের খুব একটা সুযোগ মিলেনি। তাতে পাঁচ ইনিংস ব্যাট করা এই ক্রিকেটার ৮২ গড়ে ১৬৫ রান করেছেন। লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটার হিসেবে সোহান একজন কার্যকরী ক্রিকেটার। কিন্তু অফ ফর্মের লিটনকে ফেরানোর কারণে আবারও উপেক্ষিত সোহান।
ডানহাতি এই ব্যাটারকে দলে না নেওয়ার ব্যাখ্যা খোঁড়া যুক্তি দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গতকাল সংবাদ সম্মেলনে সোহানের পরিবর্তে নেওয়া লিটন দাসকে ফিনিশার হিসেবে সম্বোধন করেছেন। অথচ টপঅর্ডারে টি-টোয়েন্টি দলের অধিনায়ক খেলেন লিটন কুমার দাস।
লিপু বলেন, ‘সোহান আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ক্রিকেটারদের একজন।’
গেল বিপিএলে দুর্দান্ত খেলেছেন নুরুল হাসান সোহান। এরপর লিস্ট ‘এ’ সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমে ৫২২ রান করেছেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন এই ক্রিকেটার। যেখানে টেস্ট ও ওয়ানডে সংস্করণে শতক হাঁকিয়েছেন তিনি।
ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার পরেও এই ক্রিকেটারকে শ্রীলঙ্কা সফরে ডাকা হয়নি। তাতে বেশ সমালোচনায় ডুবেছে বিসিবির নির্বাচক প্যানেল। তবে জাতীয় দলে খেলা না হলে গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে নেতৃত্ব দিবেন এই ক্রিকেটার। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তুলনায় জাতীয় দলে খেলাকে বড় করে দেখছেন তিনি।
গতকাল চট্টগ্রামে ম্যাচ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তোবা (পারিনি)। অবশ্যই আক্ষেপটা থাকবে।’
গতকাল অনুশীলন ম্যাচে ৯৭ রান করেছেন সোহান। এখনো জাতীয় দলের খেলার স্বপ্ন বুনছেন তিনি। এমনকি এই স্বপ্ন না থাকলেও খেলাই ছেড়ে দিবেন জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলব না।’
এমআই