
‘ক্রিকেটাররা চোখের পানি ফেলছেন, এটা সত্যিই বিব্রতকর’
খেলা ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৩:২৬
টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ২১ তারিখ এই অনুষ্ঠান শুরু হয়ে যা গতকাল শেষ হয়েছে। বরিশাল বিভাগ দিয়েই উদ্ভাবনী এই আয়োজনের পর্দা টেনেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
টেস্ট মর্যাদা পাওয়ার রজতজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে গতকাল বরিশালে হাজির হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেখানে ক্রিকেটসংশ্লিষ্ট বরিশালের বিভিন্ন প্রাঙ্গন ঘুরে বেড়িয়েছেন তিনি। এছাড়া বরিশাল স্টেডিয়ামে যাওয়ার পর স্থানীয় ক্রিকেটারসহ জাতীয় দলের ক্রিকেটাদের সঙ্গেও কথা বলেছেন বিসিবি সভাপতি।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বললো, এখানে কোনো ক্রিকেট লিগ আয়োজন করা হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর। একটু লজ্জা লাগছে।’
বুলবুল আশ্বস্ত করেছেন একটু সময় লাগলেও বরিশালে লিগ চালুর কথা। নতুন বিসিবি সভাপতির আশা লিগ চালুর মাধ্যমে নতুন খেলোয়াড় তুলে আনতে চান। লিগ চালু করতে বিসিবির পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংস্থার কথাও জানান বুলবুল।
বিসিবি সভাপতি বলছিলেন, ‘ভবিষ্যতে এই ভুল আর করবো না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই। জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লিগ আয়োজন করতে পারে।’
তিনি আরও বলেন, ‘এখান থেকেই আমরা খেলোয়াড় তুলে আনতে চাই, যারা একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। তবে যেহেতু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে লিগ শুরু করতে কিছুটা সময় লাগবে। আশা করি সবার সহযোগিতা পাবো।’
আঞ্চলিক লিগ ছাড়াও বরিশালে বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে পারে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি জানান, ‘বরিশালে ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য বিসিবি বিশেষ পরিকল্পনা করছে। একটু সময় লাগলেও এখানে বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।’
এমআই