
শান্ত’র অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
খেলা ডেস্ক
২৮ জুন ২০২৫, ১৮:৩৩
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন আয়োজনে মেতেছে বিসিবি। টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষে আজ শনিবার রংপুরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে কলোম্বো টেস্ট শেষে আজই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত।
শান্ত যে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন এ ব্যাপারে কিছুই জানতেন না বিসিবি সভাপতি বুলবুল। শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বোর্ডের কিছু করার ছিল কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক। এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না, যা সিদ্ধান্ত নেয়া হয় সেটা বোর্ডের একক সিদ্ধান্ত ও নীতিগত সিদ্ধান্ত।’
সব ফরম্যাটেই বাংলাদেশ সেরা হতে চায়। এ লক্ষ্যেই কাজ করবেন বিসিবি সভাপতি। তিনি বলছিলেন, ‘দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা এক নম্বর দল হতে পারবো না? কেন আমরা এক নম্বর টেস্ট দল হতে পারব না। কেন আমরা এক নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না।’
‘কেন এক নম্বর ওয়ানডে দল হতে পারবে না ছেলেরা এবং মেয়েরা। এটা শুধু সময়ের ব্যাপার, আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কীভাবে বাস্তবায়িত করতে পারি সেটা লক্ষ্য থাকবে।’-যোগ করেন বিসিবি সভাপতি।
এদিকে শান্তের অধিনায়কত্ব ছাড়া দেশের এক গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা তো (পূর্ণাঙ্গ) সিরিজ খেলতে গেছি ওখানে। টেস্ট ম্যাচটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সে পদত্যাগ না করত… (এগুলো) টিমের ওপর একটা রিফ্লেক্ট হয় তো। দেশে হলে একটা কথা, বিদেশে...। আর ও তো অন্যান্য সংস্করণেও দলে আছে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা একজন অধিনায়ক হিসেবে আরেকটু চিন্তা করতে পারত সে, দলটা তো আগে।’ নাজমুলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর শ্রীলঙ্কায় রুদ্ধধার বৈঠক সেরেছে বাংলাদেশ দল।
এমআই