Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান

বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান

খেলা ডেস্ক

০৫ জুলাই ২০২৫, ১২:২৯

ফিল্ডিংয়ে পাকিস্তানের দুর্বলতা নতুন কিছু নয়। ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেয় ফিল্ডারদের বাজে পারফরম্যান্স। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি এবার ফিল্ডিংয়ে আলাদা নজর দিতে চায় পাকিস্তান। ফলে এই বিভাগে নতুন কোচ নিয়োগ দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন শেন ম্যাকডারমট। ফিল্ডিং কোচ হিসেবে বেশ পরিচিত নাম তিনি। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশের জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ান এই কোচের।

২০২২ সালের মার্চে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্যাকডরমট। বাংলাদেশের চাকরি ছাড়ার পর আফগানিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এ ছাড়া শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রধান কোচ ছিলেন। 

এমনকি অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্তর্বর্তী সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন ম্যাকডরমট।

বর্তমানে পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাশরুর। তবে তার সাথে নতুন করে চুক্তি নবায়ন করছে না পাকিস্তান। বাংলাদেশ সফর থেকেই কাজ শুরু করতে পারেন নতুন কোচ ম্যাকডারমোট। টাইগারদের বিপক্ষেই শুরু হতে পারে বাংলাদেশ ক্রিকেটের সাবেক গুরুর নতুন পথচলা।

এমআই