Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘অদ্ভূত’ একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘অদ্ভূত’ একাদশ

খেলা ডেস্ক

১০ জুলাই ২০২৫, ১৯:৩২

পরাজয়ের বৃত্তে আটকে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের হতাশা স্পষ্ট। ওয়ানডে সিরিজ হেরে মিরাজ সংবাদ সম্মেলনে কী বলে গেলেন, রেকর্ডিং শুনলে হয়তো নিজেও হাসবেন। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার একদিন পরেই আজ শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে বাংলাদেশের একাদশ দেখলে হতাশার ছাপ স্পষ্ট বুঝা যাবে।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে চার ওপেনারকে নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। বিপিএল বিবেচনা করলে টাইগারদের একাদশে রয়েছেন ৬ ওপেনার। মিডল অর্ডারের কাজ ওপেনারদের দিয়েই চালিয়ে নিতে চান অধিনায়ক লিটন দাস। স্বীকৃত মিডল অর্ডার ব্যাটার জাকের আলীকে রাখা হয়নি এই একাদশে।

শ্রীলঙ্কার বিপক্ষে চার অলরাউন্ডার দিয়ে বোলিং বিভাগ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন ছাড়া দলে কোনো স্বীকৃত ফাস্ট বোলার নেই। লঙ্কান একাদশে ডানহাতি ব্যাটারের আধিক্য থাকলেও বাঁহাতি মোস্তাফিজ, শরীফুলকে রাখা হয়নি এই একাদশে। একমাত্র বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও নেই এই ম্যাচে।

স্পিন বিভাগে রয়েছেন জোর করে চালিয়ে দেওয়া মেহেদী হাসান মিরাজ। পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত বলার মতো কিছু করতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দলের ষষ্ঠ বোলার হিসেবে শামীম হোসেনের ওপরে ভরসা রাখছে বাংলাদেশ দল।

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশকে লম্বা সময় প্রতিনিধিত্ব করা মোস্তাফিজকে রাখা হয়নি। তার বিকল্প হিসেবে ভাবা বাঁহাতি ফাস্ট শরীফুলও জায়গা পাননি একাদশে। অন্যদিকে আচমকা স্কোয়াডে ডাক পাওয়া সাইফউদ্দিন থাকছেন এই ম্যাচে। এমনকি এই ধরণের তানজিম হাসান সাকিবকেও রাখা হয়েছে।

ওপেনার তানজিদ তামিম, পারভেজ ইমনের একাদশে থাকা অনুমেয় ছিল। সাথে রয়েছেন লিটন দাস। এর মাঝেও নাইম শেখকে কেন রাখা হয়েছে, তার ব্যাখ্যা হয়তো টিম ম্যানেজমেন্ট ভালো জানবেন।

এমআই