
নেই সৈকত, বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ অফিসিয়ালস যারা
খেলা ডেস্ক
১১ জুলাই ২০২৫, ২০:২০
আইসিসি এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির রুটিন দায়িত্ব হিসেবে বর্তমানে লর্ডসে ভারত-ইংল্যান্ড ম্যাচে দায়িত্ব পালন করছেন এই আম্পায়ার। ফেল বাংলাদেশ সিরিজে তাকে পাওয়া যাবে না, সেটা অনুমেয় ছিল। হলোই তাই।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিসিয়ালস হিসেবে থাকছেন না আম্পায়ার সৈকত। তবে এই সিরিজে থাকছেন আইসিসির একাধিক ইভেন্টে দায়িত্ব পালন করা আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এছাড়া অভিজ্ঞ তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান থাকছেন এই সিরিজে।
গেল ডিপিএলে এক সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার সৈকতের সঙ্গে কথা কাটাকাটি করেন মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। এরপর হৃদয়ের শাস্তি নিয়ে জলঘোলা বিসিবির চাকরি ছাড়েন এই আম্পায়ার। পরে বিসিবি সভাপতি পরিবর্তনের পর তাকে বোর্ডে দেখা গেলেও তিনি বিসিবির চাকরি পুনরায় করবেন কি না, তা জানা যায়নি।
এদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। ২২ ও ২৪ জুলাই পর্যায়ক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
প্রথম টি-টোয়েন্টিতে দায়িত্বে থাকবেন দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল এবং মোর্শেদ আলী খান। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল। ৪র্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে মাসুদুর রহমান মুকুলের সাথে থাকবেন তানভীর আহমেদ। এ ছাড়া তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। মোর্শেদ আলী খান চতুর্থ আম্পায়ার।
২৪ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ডে গাজী সোহেলের সঙ্গী হবেন মাসুদুর রহমান মুকুল। ৩য় আম্পায়ার হিসেবে দেখা যাবে মোর্শেদ আলী খানকে। ৪র্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ।
সিরিজের তিন ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে দেখা যাবে নিয়ামুর রশিদ রাহুলকে।
এমআই