
এনসিএলের গ্রুপ পর্বে অপরাজিত ঢাকা মেট্রো
খেলা ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুটা হয়েছিল ঢাকা মেট্রোর ম্যাচ দিয়ে। বরিশালের সাথে খেলা প্রথম ম্যাচে ৩১ রানে জিতেছে নাইম শেখের দল। তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি দলটির। প্রথমবারের মতো আয়োজিত এনসিএল টি-টোয়েন্টির গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতেছে ঢাকা মহানগর।
বৃহস্পতিবার সিলেটের একাডেমি মাঠে টসে জিতে আগে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম বিভাগ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি তোলে মেট্রো। দলের হয়ে ফিফটি হাঁকান শামসুর রহমান শুভ এবং মার্শাল আইয়ুব। ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন শামসুর। এছাড়া ৪২ বলে ৫১ রান করেছেন মার্শাল।
চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নেন আহমেদ শরিফ। ২টি করে উইকেট তোলেন ফাহাদ হোসাইন এবং নাঈম হাসান।
জবাবে চট্টগ্রামের হয়ে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন মুমিনুল হক। এরপর জুটি বাঁধেন মাহমুদুল হাসান জয় এবং সাদিকুর রহমান। তবে দলীয় ৫৬ রানের মাথায় কাটা পড়েন জয়। পরে ইয়াসির আলী রাব্বির ৩১ বলে ৪৬ রানের ইনিংসে দলের জয়ের সম্ভাবনা জাগালেও ম্যাচটা জিততে পারেনি চট্টগ্রাম।
ঢাকা মেট্রোর হয়ে ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান, আরাফাত সানি এবং আমিনুল ইসলাম বিপ্লব। এছাড়া ১টি করে উইকেট তোলেন আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনি।
এদিকে চট্টগ্রামের পরাজয়ে গ্রুপ পর্বের টানা সাত ম্যাচে অপরাজিত ছিল ঢাকা মহানগর। পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। তালিকার শীর্ষে থাকায় ফাইনালে উঠতে একাধিকবার সুযোগ পাবে নাইম শেখের দল। কোয়ালিফায়ার-১ ম্যাচে হেরে গেলেও তারা এলিমনিটর ম্যাচের বিজয়ীদের সাথে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে।
এমআই