
‘ফখরের ৪৪ রানের ইনিংস ভুল বার্তা দিয়েছে’, কেন বললেন পাকিস্তান কোচ
খেলা ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১৩:৩২
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১০ রানে আউট হয়েছে পাকিস্তান। যেখানে সফরকারীদের হয়ে ওপেনিংয়ে নামা ফখর জামান একাই করেছেন ৪৪ রান। ব্যাট হাতে ৬ বাউন্ডারির সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে ফখরের এমন ইনিংস দলকে ভুল বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এ কথা জানিয়েছেন তিনি। ফখর জামানের ব্যাটিংয়ের ধরন ভুল বার্ত দিয়েছে জানিয়ে মাইক হেসন বলেন, ‘শুরুতে আমরা উড়ন্ত সূচনা পেলাম। ফখর জামান ৪-৫টি দারুণ শট খেলেছে। (ফখরের ব্যাটিং) সম্ভবত ভুল একটি বার্তা দিয়েছে এখানকার উইকেট সম্পর্কে।’
ম্যাচ হারের কারণ হিসেবে নিজেদের দায়ও দেখছেন কিউই কোচ মাইক হেসন। তিনি বলেন, ‘আমরা মাঝে নিজেদের মতো করে খেলতে পারিনি। বাজে কিছু সিদ্ধান্ত নিয়েছি। বল এদিক-সেদিক করেছে অনেক। আমরা কিছু হাই রিস্ক শট খেলেছি যা অনেক চ্যালেঞ্জিং ছিল। শেষ দিকে কিছু রানআউটও হয়েছে।’
পরে অবশ্য ফখর জামানের এনে দেওয়া মোমেন্টনাম অন্যরা ধরে রাখতে পারেনি বলেও আক্ষেপ কোচ মাইক হেসনের, ‘ফখর ভালো শুরু এনে দিয়েছিল। উইকেটের চ্যালেঞ্জ জয় করে দারুণ কিছু শট খেলেছে। পরে আমরা তা ধরে রাখতে পারিনি। এডজাস্ট করতে পারিনি ঠিকভাবে।’
এমন উইকেটে খেলা চ্যালেঞ্জিং, তবুও এর সঙ্গে মানিয়ে নিয়েই ভালো খেলা উচিত বলে মন্তব্য পাকিস্তান কোচের, ‘হয়তো এটা (এমন উইকেট) বাংলাদেশকে সাহায্য করেছে। তবে আমি মনে করি, আগে ব্যাট করাটা চ্যালেঞ্জিং। আপনি জানবেন না, ১০০–১৩০–১৫০ কোনটি ভালো স্কোর হবে।’
মাইক হেসন আরও বলেন, ‘এমন উইকেটে যে কেউ এক্সপোজ হয়ে যেতে পারে। এগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবুও আমি বলব, যেকোনো উইকেটেই আমাদের আরও ভালো পারফর্ম করা উচিত। দল হিসেবে সামনে এটাই চাইব আমরা।’
এমআই