Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে বাংলাদেশের নারী আম্পায়ার জেসি!

বিশ্বকাপে বাংলাদেশের নারী আম্পায়ার জেসি!

খেলা ডেস্ক

০৭ আগস্ট ২০২৫, ১৬:৪৬

ক্রিকেট বিশ্বে সেরা দশ দলের একটি বাংলাদেশ। সম্প্রতি আম্পায়ারিং দিয়েও দেশকে প্রতিনিধিত্ব করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। টানা দুই বছর আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সৈকতের পাশাপাশি দেশকে প্রতিনিধিত্ব করছেন নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।

গত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকা পালন করেছিলেন জেসি। বিশ্বকাপের বড় মঞ্চে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে আম্পায়ার হিসেবে দেখা যাবে। যদিও বিষয়টি নিয়ে আইসিসি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এবারের বিশ্বকাপে জেসিকে দেখার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

বিশ্বকাপে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের জেসি

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু অবশ্য জেসিকে নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘জেসি অনেকদিন ধরে ভালো করছে। সব জায়গায় সে আম্পায়ারিং করছে, প্রমাণও করেছে নিজেকে। তাকে নিয়ে কিন্তু কোনো ভুলের অভিযোগ নেই। সুতরাং তাকে বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে আমি আশাবাদী।’

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে বাংলাদেশ নারী দলও অংশ নেবে। ইতোমধ্যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তবে মাঝের সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না নিগার সুলতানা জ্যোতির দল।

এমআই