Advertisement
Us Bangla Airlines
লিটনদের ম্যাচ দিয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় আম্পায়ার জেসি

লিটনদের ম্যাচ দিয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় আম্পায়ার জেসি

খেলা ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ১২:১৮

শিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেটে তিন ম্যাচ সিরিজের এই আয়োজন আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে। তবে লিটনদের ম্যাচে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে এই সিরিজ দিয়ে অভিষেক হবে তার।

বাংলাদেশের জাতীয় পুরুষ দলের কোনো আন্তর্জাতিক সিরিজে এর আগেও নারী আম্পায়ার দেখা গিয়েছে। তবে দেশের মাটিতে এবারই প্রথম এমন ঘটনা দেখা যাবে। এমনকি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে এই মাইলফলক ছুঁতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার জেসি। বাংলাদেশের নারী আম্পায়ারিংয়ের জন্য এটা অবিস্মরণীয় ঘটনাও বটে।

বিশ্বকাপে বাংলাদেশের নারী আম্পায়ার জেসি!

আগামী অক্টোবরে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের জেসি। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে আম্পায়ারিং করার আগে জেসিকে চাপের ম্যাচে আম্পায়ারিংয়ে অভ্যস্ত করতে ছেলেদের এই সিরিজটি বেছে নিতে চাইছে বিসিবি। 

বিসিবির আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘জেসি তো বিশ্বকাপে যাবে। টিভি আম্পায়ার হিসেবে একটা সুযোগ করে দেওয়ার চিন্তা করছি। ছেলেদের প্রেশার গেমে সুযোগ দিচ্ছি। আমাদের মেয়েদের আম্পায়ারিংয়ে দুই-আড়াই বছরে অনেক উন্নতি হয়েছে, তাদের আরও বেশি সমর্থন করা উচিত।’

আইসিসির প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডস সিরিজের আগে বাংলাদেশের সাত আম্পায়ার যাচ্ছেন শ্রীলঙ্কায়। প্রশিক্ষণ চলবে ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত। বাকি আম্পায়ারদের ব্যস্ত সূচির মাঝে ছেলেদের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে সুযোগ পেতে যাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিত্ব করা নারী আম্পায়ার জেসি।

এমআই