Advertisement
Us Bangla Airlines
আইপিএল নিলামে কোন সেটে মারুফা-রাবেয়ারা

আইপিএল নিলামে কোন সেটে মারুফা-রাবেয়ারা

খেলা ডেস্ক

২৫ নভেম্বর ২০২৫, ১৯:০১

ভারতের দিল্লিতে বসছে নারী আইপিএলের নিলাম। আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটায় এই নিলাম অনুষ্ঠিত হবে। নারী আইপিএলে মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৯৪ জন ভারতীয়, বাকি ৮৩ জন বিদেশি। বাংলাদেশের তিন ক্রিকেটার—মারুফা আক্তার, রাবেয়া খান ও স্বর্ণা আক্তারও আছেন সেই তালিকায়।

আইপিএল নিলামে মারুফার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। তিনি আছেন ১৫ নম্বর সেটে (পেসারদের দ্বিতীয় সেট), সিরিয়াল নম্বর ৮৭। তবে নিলামের প্রথম ধাপে মাত্র ৬৭ ক্রিকেটারের নাম উঠবে। তাই শুরুতেই মারুফার নাম ডাকার সম্ভাবনা কম। পরের ‘অ্যাক্সিলারেটেড রাউন্ড’-এ ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকলে তখন উঠতে পারে তাঁর নাম।

স্বর্ণা ও রাবেয়ার পরিস্থিতিও একই। ২২৭ জনের তালিকার শেষ প্রান্তেই স্বর্ণা। অলরাউন্ডারদের সেটে ৬ এবং পুরো নিলামে ৩৪ নম্বর সেটে আছেন তিনি। তাঁর ভিত্তিমূল্যও ৩০ লাখ রুপি। একই সেটে কিছুটা আগেই আছেন রাবেয়া, তালিকায় তাঁর সিরিয়াল নম্বর ২৩২। ফলে তাঁদের নাম নিলামে উঠার সম্ভাবনাও তুলনামূলক কম।

নিলামের শীর্ষ ‘মার্কি সেট’-এ রয়েছেন ৮ তারকা ক্রিকেটার। ভারতের দীপ্তি শর্মা ও রেনুকা সিং ঠাকুরের সঙ্গে আছেন লরা উলভার্ট, মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, অ্যামেলিয়া কার, সোফি একলেস্টন ও সোফি ডিভাইন।

নিলামে মোট ১৫ কোটি রুপি ব্যয় করতে পারবে দলগুলো। সর্বোচ্চ বাজেট ইউপি ওয়ারিয়র্সের—১৪ কোটি ৫০ লাখ রুপি। গুজরাট জায়ান্টসের আছে ৯ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৬.১৫ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স ৫.৫৭ কোটি এবং দিল্লি ক্যাপিটালসের হাতে ৫.৭০ কোটি রুপি। স্কোয়াড পূরণে মুম্বাই ও দিল্লিকে অন্তত ১০ জন খেলোয়াড় নিতে হবে।

এর আগে নারী আইপিএলে টাইগ্রেস পেসার জাহানারা আলম খেলেছিলেন। এছাড়া কোনো বাংলাদেশি ক্রিকেটার এখন পর্যন্ত সুযোগ পাননি।

এমআই