Advertisement
Us Bangla Airlines
বিপিএলে ৬ দলের অধিনায়ক হচ্ছেন যারা

বিপিএলে ৬ দলের অধিনায়ক হচ্ছেন যারা

খেলা ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫০

বিপিএলের নিলাম শেষ হয়েছে রোববার, কিন্তু উত্তাপ এখনো ঠাণ্ডা হয়নি একটুও। ছয় দলের লড়াইকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেট থেকে যাত্রা শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে দ্বাদশ আসরের। নতুন মালিকানায় রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালি এক্সপ্রেস ও সিলেট টাইটান্স পেয়েছে নতুন রূপ।

নিলামে স্কোয়াড প্রায় গঠন হয়ে গেলেও অধিনায়কদের নাম নিয়ে ছিল অপেক্ষা। সেই ধোঁয়াশা কাটতে শুরু করেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কয়েকটি দল ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কাদের হাতে উঠছে নেতৃত্বের ভার।

রংপুর রাইডার্সে আগের মতোই আস্থার প্রতীক নুরুল হাসান সোহান। সহ-অধিনায়ক কে হবেন তা নিয়ে এখনো চলছে আলোচনা। নতুন দল নোয়াখালি এক্সপ্রেসে নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন সৌম্য সরকার, যদিও সেটি এখনো চূড়ান্ত হয়নি।

রাজশাহী ওয়ারিয়র্সে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে। সিলেট টাইটান্সের নেতৃত্ব পেতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, আর সহ-অধিনায়ক হিসেবে বেশ এগিয়ে জাকির হাসান।

চট্টগ্রাম রয়েলস এখনো অধিনায়ক ঘোষণা করেনি, তবে শক্ত প্রতিযোগি শেখ মেহেদী হাসান। তাকে দায়িত্ব দিলে সহ-অধিনায়ক হতে পারেন নাঈম শেখ। আর ঢাকার নেতৃত্বে আসছে নতুন চমক। অধিনায়কের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন তাসকিন আহমেদ।

এমআই