
কেন একাদশের বাইরে তানজিম সাকিব?
খেলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ২৩:৩২
বিপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকার দৌড়ে এগিয়ে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলা এ দলের জয় মাত্র দুইটি। তাতে সাত দলের মধ্যে স্ট্রাইকার্সদের অবস্থান সাত নম্বরে। এত দুরবস্থার মাঝে সিলেটের দুশ্চিন্তা বাড়াচ্ছে পেসার তানজিম হাসান সাকিবের চোট। ঘাড়ের চোটে (অ্যাকিউট টর্টিকোলিস) পড়ে গত দুই ম্যাচ খেলতে পারেননি এই ইনফর্ম ফাস্ট বোলার।
সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া বিভাগ থেকে জানা গেছে, চোট নিয়ে এরই মধ্যে তিনি এমআরআই করিয়েছেন সাকিব। যেখানে বড় কোনো সমস্যার লক্ষণ দেখা যায়নি। তবে পুনর্বাসনপ্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বর্তমানে দলের ফিজিওর তত্ত্বাবধানে থেরাপি ও হিট প্যাক ব্যবহার করছেন। তাঁর দ্রুত সেরে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্স। চোটের কারণে সেই ম্যাচেও নিশ্চিতভাবে থাকছেন না তানজিম হাসান সাকিব।
সূত্র আরও জানিয়েছে, চট্টগ্রাম পর্বে পরশু না খেললেও সিলেট স্ট্রাইকার্সের শেষ তিন ম্যাচে তানজিম সাকিবের খেলার সম্ভাবনা বেশি। সিলেটের সেই ম্যাচ তিনটি হবে মিরপুরে। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯.১০ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন। ঘাড়ের চোটে পড়ায় চট্টগ্রাম পর্বে ১৭ ও ২০ জানুয়ারির ম্যাচ দুটিতে অবশ্য খেলতে পারেননি বাংলাদেশের এই তরুণ পেসার।
বিপিএলে রান বন্যার আসরে কিছুটা খরুচে হলেও দলকে নিয়মিত ব্রেকথ্রু এনে দিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে তালিকার চতুর্থস্থানে রয়েছেন তিনি।
এমআই