Advertisement
Us Bangla Airlines
হার্দিক-বুমরাসহ ১৪ ক্রিকেটারের ডোপ টেস্ট নেবে ভারত

হার্দিক-বুমরাসহ ১৪ ক্রিকেটারের ডোপ টেস্ট নেবে ভারত

খেলা ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৫, ১৫:০২

ভারতের ক্রিকেট দলকে স্বচ্ছ রাখতে ক্রিকেটারদের ডোপ টেস্ট করাতে চায় ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। এই পরীক্ষা নিতে ইতোমধ্যে জাতীয় দলের কিছু ক্রিকেটারসহ মোট ১৪ পুরুষ এবং ৩ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে সংস্থাটি। এদের মধ্যে ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ, ওডিআই দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিলও আছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট সিরিজ চলাকালীন এই ক্রিকেটারদের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। তাঁদের মূত্রের নমুনা সংগ্রহ করতে একটি দল গঠন করেছে নাডা। এছাড়া তালিকায় থাকা খেলোয়াড়দের জানাতে হবে বছরের কোন সময় তারা কোথায় থাকবেন। প্রতিযোগিতা নেই এমন সময় খেলোয়াড়দের বলা জায়গায় পৌঁছে যাবেন নাডা কর্তৃপক্ষ। 

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নাডার তালিকায় থাকা ক্রিকেটারদের ডোপ টেস্ট দেয়া বাধ্যতামূলক। ইংল্যান্ড সিরিজ চলাকালীন সময়ে পরীক্ষা দিতে হবে তাদের। বুমরাহ-পান্ডিয়ারা ছাড়াও তালিকায় নাম রয়েছে রিশাভ পন্ত, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, আরশদীপ সিংহ, সঞ্জু স্যামসন, তিলক বর্মা। এছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে শেফালি বর্মা, রেণুকা সিংহ ঠাকুর, দীপ্তি শর্মাদের নাম রয়েছে।

নিয়ম অনুযায়ী, ডোপ টেস্টের জন্য সাধারণত এক ঘণ্টা সময় নিয়ে থাকে নাডা। কোনো খেলোয়াড় পর পর তিন বার নাডার নির্দিষ্ট দিনে পরীক্ষা না দিলে, তাকে ডোপিংয়ের দায়ে শাস্তি পেতে হয়। 

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, চলতি বছরে মোট ১৪ জন পুরুষ এবং মহিলা ক্রিকেটার সহ বেশ কিছু অন্যান্য খেলার ক্রীড়াবিদদের নাম রয়েছে ডোপ টেস্টের তালিকায়। এর আগে ২০২০ সালে নাডার তালিকায় ছিলেন রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, স্মৃতি মন্ধানা ও দীপ্তি শর্মারা। 

এমআই