Advertisement
Us Bangla Airlines
বিসিবি থেকে সুখবর পেলেন আলিস

বিসিবি থেকে সুখবর পেলেন আলিস

খেলা ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৫, ২১:৩১

বোলিং নিয়ে চট্টগ্রামে পর্বে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। এরপর তাঁকে অ্যাকশন নিয়ে পরীক্ষা দেওয়ার কথা জানিয়েছিল বিপিএল কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে ফিরে গত শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস আল ইসলাম। এবার ফলাফল জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির আম্পায়ার্স কমিটির সূত্রে জানা গেছে, মিরপুরে অ্যাকশন নিয়ে দেওয়া পরীক্ষায় পাস করেছেন আলিস আল ইসলাম। ফলে চলতি বিপিএলে খেলতে আর বাধা রইল না এই বোলারের। 

বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিলেন আলিস

বিপিএলে চিটাগং কিংসে খেলছেন আলিস আল ইসলাম। বল হাতেও দারুণ পারফর্ম করছেন তিনি। ইতোমধ্যে ৮ ম্যাচে তুলে নিয়েছেন প্রতিপক্ষের ১২ উইকেট। আগামী বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে চিটাগং কিংস। সব ঠিক থাকলে সেই ম্যাচে একাদশে থাকবেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম।

এর আগে গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেছিল। যদিও বরিশালের বিপক্ষে সেদিন বল হাতে ৩ ওভার করেও কোনো উইকেট পাননি তিনি। অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় পরের ম্যাচ খেলেননি আলিস আল ইসলাম। যদিও এক ম্যাচ বিরতি দিয়ে গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন আলিস। ম্যাচটিতে চিটাগং হারলেও ১ উইকেট তুলেছিলেন এই রহস্যময় স্পিনার।

বিপিএলে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে অভিষেক হয়েছিল আলিস আল ইসলামের। ২০১৯ সালের সেই আসরে নেমেই বোলিং নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন এই রহস্যময় স্পিনার। তারপর থেকে দীর্ঘদিন ছিলেন আলোচনার বাহিরে। বিপিএলের সবশেষ আসরে কুমিল্লার জার্সিতে আবার মাঠে ফিরেন আলিস। আট ম্যাচে ৯ উইকেট নেওয়া আলিসের পারফরম্যান্স ছিল নজরকাড়া।

এমআই