Advertisement
Us Bangla Airlines
বরিশালে খেলতে আসছেন না ডেভিড মিলার

বরিশালে খেলতে আসছেন না ডেভিড মিলার

খেলা ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতবার প্রথম খেলতে এসেছিলেন প্রোটিয়া তারকা ডেভিড মিলার। ফরচুন বরিশালের হয়ে সেই মৌসুমে ব্যাট হাতে আহামরি কিছু না করতে পারলেও মিলার আলো কেড়েছিলেন তাঁর বিধ্বংসী ব্যাটিং সামর্থ্যের কারণে। চলতি মৌসুমে অবশ্য মিলারকে সরাসরি চুক্তি কিংবা ড্রাফট থেকে দলে নেয়নি বরিশাল। তবুও প্লে-অফের দিকে এ তারকা বরিশালে আসবেন বলে গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জন উড়ে গেল মিলারের ইনজুরির খবরে।

বিপিএলের সময়ে দক্ষিণ আফ্রিকাতেও চলছে এসএ ২০ লিগ। টুর্নামেন্টটিতে পার্ল রয়্যালসের হয়ে অধিনায়কত্ব করেছেন ডেভিড মিলার। দলটির হয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিনি। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কাভারে ফিল্ডিং করছিলেন এই বাঁহাতি, যেখানে মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান মিলার। এতেই চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর খেলা নিয়ে শঙ্কা উঠেছে।

এসএ ২০ টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে মিলারের দল পার্ল রয়্যালস। ফলে প্লে-অফের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকায় মিলারকে বিপিএলে দেখার সম্ভবনা নেই। যদিও বিপিএল ড্রাফটের বরিশাল থেকে এমন তথ্য পাওয়া যাচ্ছিলো, এসএ ২০ টুর্নামেন্টে পার্ল রয়্যালস আগেভাগে বাদ পড়লে মিলারকে ফের বিপিএলে আনবে বরিশাল। 

তবে টুর্নামেন্টের শীর্ষে থাকা মিলারের দল এবং সম্প্রতি যুক্ত হওয়া ইনজুরির কারণে বিপিএলে মিলারকে দেখার কোনো সম্ভবনাই রইলো না।

এদিকে চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্টও মিস করতে পারেন ডেভিড মিলার। যদিও মিলারের এই ইনজুরি কতটা গুরুতর, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে শেষ পর্যন্ত মিলারকে ছাড়াই যদি পাকিস্তানের পথ ধরতে হয়, তবে বেশ ভোগান্তি পোহাতে হবে প্রোটিয়াদের। নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া এবং ওটনিল বার্টম্যান আগে থেকেই ইনজুরিতে ভুগছেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। সেখানে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে প্রোটিয়ারা। আসরে বি গ্রুপে দক্ষিণ আফ্রিকার বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

এমআই