Advertisement
Us Bangla Airlines
প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, কার খেলা কখন?
চ্যাম্পিয়নস ট্রফি

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, কার খেলা কখন?

খেলা ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২

আগামী সপ্তাহে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এর আগে প্রস্তুতি ম্যাচ খেলবে টুর্নামেন্টে অংশ নেওয়া চার দল। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি এসব ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশও অংশ নিবে। আগামী ১৭ই ফেব্রুয়ারি দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল শান্তের দল।

চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বের আগে বাংলাদেশ ছাড়াও প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে রশিদ-হাশমতদের দল। বাকিরা ১টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে একমাত্র কিউইরা ছাড়া বাকি দলগুলো খেলবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। আজ (১৩ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। 

আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচটি হবে বিশ্ব ভালোবাসা দিবসে। ১৪ই ফেব্রুয়ায়রি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে আফগানিস্তান। একদিন বিরতি দিয়ে ১৬ ফেব্রুয়ারি আবারও মাঠে নামবে আফগানরা। সেদিন করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে রশিদ খানেরা।

চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত স্কোয়াড: যারা ফিরলেন, যারা বাদ পড়লেন

আগামী ১৭ ফেব্রুয়ারি আয়োজন করা হবে দুটো ম্যাচ। ভিন্ন দুই দেশে সেই ম্যাচ দুটোতে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান শাহিনস। করাচিতে খেলবে প্রোটিয়ারা। আর বাংলাদেশের ম্যাচের ভেন্যু দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি। সবগুলো প্রস্তুতি ম্যাচই ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি ম্যাচে চার দল অংশ নিলেও বাকি দলগুলো সরাসরি মূলপর্বে অংশ নিবে। মূলত যোগ্য প্রতিপক্ষ না পাওয়ায় ভারত প্রস্তুতি ম্যাচে অংশ নিবে না। চ্যাম্পিয়নস ট্রফিতে নামার আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ওয়ানডে সিরিজ খেলায় তারা আলাদা করে প্রস্তুতি ম্যাচে অংশ নিবে না।

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি

তারিখ দল ভেন্যু
১৪ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনস বনাম আফগানিস্তান লাহোর
১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান করাচি
১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনস বনাম দক্ষিণ আফ্রিকা করাচি
১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ দুবাই

এমআই