Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলে ঠাঁই হচ্ছে না সাকিবের 

জাতীয় দলে ঠাঁই হচ্ছে না সাকিবের 

খেলা ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৪, ১২:০২

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সাকিব আল হাসানের আবারও জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত সেটি আর হচ্ছে না বলেই জানা যাচ্ছে। আফগানিস্তান সিরিজের পর খেলা হচ্ছে না ক্যারিবিয়ান সিরিজেও। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক প্যানেলের এক সদস্য। 

সাকিবের না থাকা নিয়ে বিসিবির ওই নির্বাচক বলছিলেন, ‘সাকিব এই সিরিজে নেই, সে খেলছে না। তাকে ছাড়াই দল ঘোষণা হবে। 

এর আগে দেশের এক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, জাতীয় দলে ফিরে আসতে তিনটি শর্ত দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এই নির্বাচকের কাছেও মিলল না সেই তথ্য। বলছিলেন, ‘যে সব শর্তের কথা বলা হয়েছে সেগুলো আমার জানা নেই। ওয়ানডে দল আমরা দিয়ে দেব। শান্তর জন্য অপেক্ষা করছি। প্রথম দুই ওয়ানডে না হলেও শেষ ম্যাচটিতে পেতে পারি। হৃদয়ের বিষয়ে কাল জানা যাবে বিস্তারিত।’ 

টি-টোয়েন্টি সিরিজে শান্ত থাকছেন কি না এমন প্রশ্নে জানালেন, ‘টি-টোয়েন্টি নিয়ে এখনো কোনো কিছুই আলোচনা হয়নি। আপাতত সব আলোচনা ওয়ানডে নিয়ে। কারণ কয়েকজন ক্রিকেটার এরইমাঝে ইনজুরিতে আছেন।’ 

আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাওয়ার কথা সাকিবের। যদিও বর্তমান পরিস্থিতিতে দলে ফেরা নিয়েই চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে দেশে হত্যা মামলাও হয়েছে। সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। 

এফআই