কিংস্টনে বাংলাদেশের সামনে রেকর্ডের হাতছানি
খেলা ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:১৫
ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্টে ২০১ রানে হেরেছিল বাংলাদেশ। বড় হারের পর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার কথা জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে কিংস্টন টেস্টের প্রথম ইনিংসে টাইগার ব্যাটাররা অধিনায়কের কথা রাখতে পারেননি। ক্যারিবিয়ানদের বোলিং তোপে মাত্র ১৬৪ রানে থেমে যায় বাংলাদেশের দৌড়।
ব্যাট হাতে না পারলেও বোলিংয়ে অধিনায়কের কথার মান বজায় রেখেছেন নাহিদ-তাসকিনরা। দ্বিতীয় দিনের শেষ সেশনে মাত্র ১ উইকেট তুললেও তৃতীয় দিনের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন আন্দ্রে অ্যাডামসের শিষ্যরা। ফলে বাংলাদেশ থেকে ১৮ রান পিছিয়ে থেকেই গুটিয়ে যায় ব্রাথওয়েটদের ইনিংস।
ক্যারিবিয়ানদের সাথে ব্যাট হাতে লড়াইটা আরও জমিয়ে তুলেছিলেন সাদমান-মিরাজ। আক্রমনাত্মক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নাস্তানাবুদ করেছেন এ দুই ব্যাটার। এর আগে আউট হওয়া ধীরগতির শাহাদাত হোসেন দীপুও এদিন খেলেছিলেন ১০০ এর বেশি স্ট্রাইক রেটে। দিনশেষে ৫ উইকেটের বিনিময়ে বাংলাদেশের স্কোরর্বোডে যুক্ত হয় ১৯৩ রান। তাতে লিড বেড়ে দাঁড়ায় ২১১ রানে।
সাহসী ব্যাটিংয়ে বাংলাদেশ যে চালকের আসনে আছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে, চতুর্থ দিনে রানের খাতায় আরও কিছু যোগ করতে পারলে জয়ের প্রতিযোগিতা আরও মধুর হয়ে উঠবে। একইসাথে বোলারদের প্রথম ইনিংসের মতো নিয়ন্ত্রিত বোলিং করতে হবে। তাতেই জয় ফিরতে পারতে টাইগার ডেরায়।
চলতি বছরে পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে ধবলধোলাই করছে বাংলাদেশ। কিংস্টন টেস্ট জিতলে এ বছরে দেশের বাইরে বাংলাদেশ জিতবে ৩টি টেস্ট ম্যাচ। তাতেই রেকর্ড গড়বে টাইগাররা।
এর আগে বিদেশের মাটিতে এক বছরে কখনোই তিনটি টেস্ট জেতা হয়নি বাংলাদেশের। সবশেষ ২০০৯ সালে দেশের বাইরে দুটো টেস্ট জিতেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেটাও অনভিজ্ঞ ক্যারিবিয়ানদের বিপক্ষে।
এদিকে দেশ ও বিদেশের ভেন্যু মিলিয়ে এক বছরে ৩টি টেস্টের বেশি জেতেনি বাংলাদেশ। ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালে বাংলাদেশ ৩টি করে টেস্ট জিতেছিলো। কিংস্টনে জয় এলে এই তালিকায় ২০২৪ সালও যুক্ত হবে।
এমআই