Advertisement
Us Bangla Airlines
গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লঙ্কানদের কাছে হারলো বাংলাদেশ

গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লঙ্কানদের কাছে হারলো বাংলাদেশ

খেলা ডেস্ক

০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

৬৬ বলে প্রয়োজন ৫৭ রান। হাতে ৭ উইকেট। মাঠে থিতু ব্যাটার কালাম সিদ্দিকী এবং দেবাশিষ সরকার। এমন সমীকরণে বাংলাদেশের পক্ষে বাজি ধরতে পারেন যে কেউই। কিন্তু এ ম্যাচটাও হেরে বসলো বাংলাদেশ। মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা আর রান আউটের ফাঁদে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ রানে হেরেছে বাংলাদেশ যুবা দল। তাতে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা রাখার সুযোগ হারালো বাংলাদেশ।

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। বাংলাদেশের বোলিং তোপে ১০০ রানের আগে ৪ উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন চারে নামা ভিমাথ দিনসারা। আল ফাহাদের বলে বোল্ড হওয়ার ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন এ ব্যাটার। তাতে ২২৮ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যটা অনেক সহজ করে ফেলছিলেন যুবা টাইগাররা। ওপেনার কালাম সিদ্দিকীও এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। তবে শতক ছোঁয়ার ৫ রান আগেই রিভার্স সুইপে উইকেট বিলিয়ে আসেন তিনি। দলীয় ১৭২ রানের মাথায় কালাম আউট হওয়ার পর মাত্র ৬ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ দল।

মলিন মুখে ডাগ আউটে দাঁড়িয়ে থাকা হেড কোচ নাভীদ নেওয়াজের মুখে আর হাসি ফেরাতে পারেননি টাইগার ব্যাটাররা। রান আউটের ফাঁদে আর অযাচিত শট নির্বাচনে ৩ বল হাতে থাকতেই সব উইকেট হারায় বাংলাদেশ। তাতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার যুবাদের সঙ্গে হারে তামিমের দল।

এর আগে যুবা এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ জেতায় সেমিফাইনালটা নিশ্চিত হয়েছিলো বাংলাদেশের। তবে জয়ের ধারাকে অব্যাহত রাখতে চেয়েছিলো জুনিয়র টাইগাররা। আবুধাবি আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের পর্বের তৃতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কাকে হারাতেই নেমেছিলো বাংলাদেশ। তবে গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লঙ্কানদের টপকাতে পারেনি।

এমআই