বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের ওয়ানডে দল ঘোষণা
খেলা ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রু। তাদের জায়গায় ডাক পেয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শতক হাঁকানো গ্রিভস দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন। এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন আমির জাঙ্গু। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা এই উইকেটরক্ষক ব্যাটার ঘরোয়া লীগে আছেন দারুণ ছন্দে। সবশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংস।
এর আগে সোমবার বিকালে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে এই সিরিজে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে নেই তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। সাকিব আল হাসান খেলার অবস্থানে নেই বলে মনে করছে বিসিবি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এ সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
তবে টাইগার দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। প্রায় একবছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। ইনজুরি থেকে সেরে ওঠা তরুণ ফাস্ট বোলার তানজিম হাসান সাকিবও যুক্ত হলেন বাংলাদেশ দলে। এছাড়া গত আফগান সিরিজে ওয়ানডে দলে অভিষেক হওয়া নাহিদ রানাও থাকছেন ক্যারিবিয়ান সিরিজে।
আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
একনজরে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।
এমআই