
আইসিসি থেকে ৩ গুণ বেশি পুরস্কার দেবে বিসিসিআই, কত পাচ্ছেন রোহিতরা
খেলা ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৭:১২
নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এক যুগ পর ‘চ্যাম্পিয়ন’ হয়েছে ভারতীয় দল। সবশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছিল রোহিত-কোহলিরা। দুবাইয়ে গত ৯ মার্চ শিরোপা জেতার পর বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পেয়েছে টিম ইন্ডিয়া। টাকার অঙ্কে যা ২২ লাখ ৪০ হাজার ডলার বা ১৯ কোটি রুপি।
সাধারণত, কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলকে আলাদা করে পুরস্কার বিতরণ করে দেশগুলোর ক্রিকেট বোর্ড। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একই কাজ করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কুড়ি ওভারের বিশ্বকাপ জিতে ক্রিকেট বোর্ড থেকে আরও ১২৫ কোটি রুপি পুরস্কার পেয়েছিল রোহিতরা।
এবার চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর ক্রিকেট বোর্ড থেকে পুনরায় আর্থিক পুরস্কার পাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম। ক্রিকেট পাড়ায় সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে নামডাক রয়েছে বিসিসিআইয়ের। সেটাই যেন আরেকবার প্রমাণ করে দিল দেশটির ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জেতায় রোহিতদের আইসিসি থেকে ৩ গুণ বেশি পুরস্কার দেবে বিসিসিআই।
দুবাইয়ে কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় ১৯ কোটি রুপি আর্থিক পুরস্কার পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার ট্রফিজয়ী দলকে ৫৮ কোটি রুপি পুরস্কার দেবে বিসিসিআই। যা আইসিসির প্রাইজমানির তুলনায় ৩ গুণ বেশি। ক্রিকেটারদের পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যরা এবং নির্বাচক কমিটি থাকবে এই পুরস্কারের আওতায়।
বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, ‘এই আর্থিক পুরস্কার দলের প্রাপ্য। পিঠেপিঠি আইসিসি শিরোপা জয় বিশেষ অর্জন এবং বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে। আড়ালে থেকে সবাই যে কঠোর পরিশ্রম করে গেছে, সেটিরও স্বীকৃতি এই আর্থিক পুরস্কার। এই বছর এটা আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছি আমরা। আমাদের দেশের শক্তিশালী ক্রিকেটীয় বাতাবরণই ফুটিয়ে তুলছে এসব সাফল্য।’
এমআই