Advertisement
Us Bangla Airlines
বয়স মাত্র ৩১, তবুও কেন অবসর নিতে চান বুমরাহ?

বয়স মাত্র ৩১, তবুও কেন অবসর নিতে চান বুমরাহ?

খেলা ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ১৮:২৬

ভারতের ক্রিকেটে বর্তমানে সেরা বোলার কে, এমন প্রশ্ন ছুঁড়ে দিলে সিংহভাগ মানুষ বলবেন- জাসপ্রিত বুমরাহ। শুধু ভারত নয়, বুমরাকে বর্তমান বিশ্বের সেরা বোলার বললেও বোধ করি ভুল হবে না। লাইন-লেন্থ, বাউন্স, গতি, সুইং- বুমরার বোলিং ভাণ্ডারে কী নেই! বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররাও বুমরাকে বিপজ্জনক বলে বহুবার স্বীকারোক্তি দিয়েছেন।

সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছিল ভারত। তবে দলটিতে ছিলেন না রোহিতের সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহ। রহস্যময় এই ফাস্ট বোলারের জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের স্কোয়াড ঘোষণা করতে বিলম্ব করেছিল ভারত। শেষমেশ বুমরাকে ছাড়াই ট্রফি জিতেছিল রোহিতরা। দলে সর্বোচ্চ প্রাধান্য পাওয়া সেই বুমরাহ এবার অবসর নিতে চাইলেন!

অসুস্থ হয়ে হাসপাতালে বুমরাহ

হুট করে কেন অবসরের কথা বললেন জাসপ্রিত বুমরাহ, এমন প্রশ্ন উঁকি দেওয়া ভিন্ন কিছু নয়। মূলত, এক বিজ্ঞাপনের ভিডিওতে সতীর্থ হার্দিকের সঙ্গে এই কথা বলেন।

আইপিএল এবং বিসিসিআইয়ের অন্যতম স্পন্সর অনলাইন গেমিং অ্যাপ বা ওয়েবসাইট ড্রিম ইলেভেন। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনে এতদিন ভারতীয় ক্রিকেটারদের দেখা গেলেও এবার সেখানে যুক্ত হয়েছেন আমির খান, রণবীর কাপুরের মতো তারকা অভিনেতারা। তাদের সঙ্গে আছেন জাতীয় দলের ক্রিকেটার রোহিত শর্মা, ঋষভ প্যান্ট, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরার মতো বড় নাম।

আইপিএলকে ঘিরে নতুন একটি বিজ্ঞাপনের ভিডিও প্রকাশ করে ড্রিম ইলেভেন। যেখানে চলচ্চিত্র জগতের দুই তারকা রণবীর এবং আমির খান নিজেদের মতো করেই প্লেয়িং একাদশের দল গঠন করছেন। তাতে রণবীর কাপুরের ফ্যান ঋষভ প্যান্ট, কিন্তু তাঁকেই দলের অধিনায়ক বানিয়ে ফেললেন আমির খান। আবার ওইদিকে রণবীরও বলে দিলেন, তাঁর দলে চাই আগ্রাসন। তাই অধিনায়ক হিসেবে বেছে নিলেন রোহিতকে।

ইতিহাস গড়ে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় জাসপ্রিত বুমরাহ

অভিনয় জগতের দুই কিংবদন্তির দল গঠনে এমন কাড়াকাড়ি দেখে ক্রিকেটাররাই একটু বিভ্রান্ত হয়ে পড়েন। যেখানে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তার সতীর্থ বুমরাহকে জিজ্ঞাসা করেন, তিনি কার দলে যেতে চান। আইপিএল শুরুর আগেই দলের মালিকদের এমন লড়াই দেখে বুমরাহ বলেন, ‘এমন কাড়াকাড়ি থেকে আমার অবসর নেওয়া উত্তম।’

এমআই