
কেন সোহানকে টি-টোয়েন্টির ক্যাপ্টেন হিসেবে চান আশরাফুল
খেলা ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ১৬:০৬
সাকিবের অধিনায়কত্ব ছাড়ার পর বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক হয়েছিল নাজমুল হোসেন শান্ত। টেস্ট ও ওয়ানডেতে রান পেলেও টি-টোয়েন্টিতে এখনো নিজেকে মানিয়ে তুলতে পারেননি টাইগার অধিনায়ক। ফলে কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
শান্তের সরে যাওয়ার পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে জোর আলোচনা। সংক্ষিপ্ত সংস্করণের এই ফরম্যাটে লিটনকে অধিনায়কত্ব দেওয়ার দাবি তুলছেন অনেকেই। এমনকি বিসিবির ঊর্ধ্বতন মহল এমনটাই ভাবছেন বলে গুঞ্জন রয়েছে। তবে সেখানে উল্টো মত মোহাম্মদ আশরাফুলের।
টাইগারদের সাবেক অধিনায়কের মতে, অধিনায়ক হিসেবে লিটনের চেয়ে নুরুল হাসান সোহান এগিয়ে রয়েছেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আশরাফুল। এবার সেই কারণও ব্যাখ্যা করলেন তিনি।
আশরাফুল মনে করেন, সোহানের সাম্প্রতিক পারফরম্যান্স এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে উপকৃত করতে পারে। বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে সোহানের সাফল্য এবং ঠান্ডা মাথায় কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতা তার প্রমাণ দেয়। এছাড়া, উইকেটকিপার হিসেবে তার অভিজ্ঞতা এবং খেলার গভীর জ্ঞান দলকে সাহায্য করতে পারে।
আশরাফুল বলেন, ‘সোহানের সঙ্গে আমি ক্রিকেট খেলছি ২০১১ সাল থেকে। ১৪ বছর ধরে তাকে আমি দেখছি। আগে ক্রিকেটার হিসেবে। এখন কোচ হিসেবে। বাংলাদেশের যত সফল অধিনায়ক যেমন মাশরাফী, বাশার ভাইসহ সবাই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বয়স ৩০-এর পর। সোহানের বয়স এখন ৩১। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় তার হাতে দায়িত্ব দেওয়া যেতে পারে।
লিটনের চেয়ে সোহানের এগিয়ে থাকার কারণ ব্যাখ্যা করে আশরাফুল বলেন, ‘লিটন অবশ্যই ভালো অধিনায়ক। কিন্তু তার ব্যাটিং ফর্মটা এই মুহূর্তে আপ টু দ্য মার্ক নেই। অধিনায়কত্বের পাশাপাশি নিজের পারফরম্যান্সও প্রয়োজন। সোহান সেক্ষেত্রে এগিয়ে। তাই টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে তাকে দেখতে চেয়েছি।’
উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলেছেন নুরুল হাসান সোহান। সেখানে ৪১ ইনিংসে ১৬ গড়ে ৪৪৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেটও আহামরি নয়, ১১৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন সোহান। এরপর টি-টোয়েন্টি দলে সুযোগ হয়নি তার।
এমআই