
এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ
খেলা ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬
২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপ থেকে লড়াই করবে উভয় দল। একই গ্রুপে আছে হংকং ও সিঙ্গাপুর।
আজ সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ২৪টি দলকে ৬ গ্রুপে ভাগ করে সাজানো হয় বাছাইপর্বের লড়াই।
আগামী মার্চে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপের দেখায় ভারতকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচেও ভারতের সাথে সমতায় ম্যাচ শেষ করেছিলো জামাল ভুঁইয়ার দল। যদিও করোনার কারণে দোহায় অনুষ্ঠিত নিজেদের হোম ম্যাচে ২-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
সবশেষ ১৯৮৮ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের গ্রুপসঙ্গী হয়েছিল বাংলাদেশ। সেবার গ্রুপে অন্য দলগুলো ছিল চীন, সংযুক্ত আরব আমিরাত, উত্তর ইয়েমেন ও থাইল্যান্ড। আবুধাবিতে ভারতের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল।
এশিয়ান কাপের বাছাইয়ে ২০০৭ সালে হংকংয়ের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। সেবার হোম, অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হেরেছিলো। তবে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বা বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে কখনো খেলেনি বাংলাদেশ।
২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপিং
গ্রুপ-এ: তাজিকিস্তান, ফিলিপিন্স, মালদ্বীপ, তিমুর লেসতে।
গ্রুপ-বি: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনাই দারুসসালাম।
গ্রুপ-সি: ভারত, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ।
গ্রুপ-ডি: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা।
গ্রুপ-ই: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান।
গ্রুপ-এফ: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।
এমআই