Advertisement
Us Bangla Airlines
ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ কার্লো আনচেলত্তি!

ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ কার্লো আনচেলত্তি!

খেলা ডেস্ক

১২ মে ২০২৫, ২১:০৫

গুঞ্জনটা আগেই ছিল। সেটা আরও পাকাপোক্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তির বৈঠকে। নাটকীয়তার জন্ম দিয়ে আজ রিয়াল মাদ্রিদের কোচ হয়েছেন জাবি আলোনসো। যার স্থলাভিষিক্ত হয়েছেন জাবি, তিনিই এবার রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমিয়েছেন ব্রাজিলে। রোনালদোদের ফুটবল ইতিহাসে এবারই প্রথম বিদেশি কোচ নিয়োগ দিল তাদের ফেডারেশন।

বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এমনকি স্কাই স্পোটর্সের সূত্র ধরে ব্রাজিলের ফুটবল ফেডারেশনও বিষয়টি জানিয়েছে।

সূত্র বলছে, মে মাসের শেষ সপ্তাহ বা ২৬ মে থেকেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগআউটে পাবেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা। এছাড়া ব্রাজিল ফুটবল ফেডারেশনও মে মাসেই ব্রাজিলে আসছেন কার্লো আনচেলত্তি। 

২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন এই ইতালিয়ান কোচ। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি। 

ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে। পাশের দেশ আর্জেন্টিনার ফিলপো নুনেজ এসেছিলেন সেলেসাওদের কোচ হয়ে। তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে। সে হিসেবে বলতে গেলে ৬০ বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে। 

আগামী জুন মাসে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আনচেলত্তি। 

এমআই