Advertisement
Us Bangla Airlines
ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বার্সা কোচ

ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বার্সা কোচ

খেলা ডেস্ক

১২ মে ২০২৫, ১৪:৫১

বয়সটা ১৭। এই সময়ে বাকিরা যেখানে নিজেদের ক্যারিয়ারের চিন্তাও করে না, সেখানে পায়ের জাদুতে বিশ্ব মাতাচ্ছেন স্পেনের লামিনে ইয়ামাল। ফুটবল পাড়ায় অন্যতম প্রসিদ্ধ ক্লাব বার্সেলোনার জার্সিতে জিতেছেন লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে। এবার আরেকটি লা লিগা শিরোপা জেতার অপেক্ষায় এই বিস্ময় বালক।

গতকাল এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে হারিয়ে আরেকটি শিরোপায় অনানুষ্ঠানিক নাম লিখিয়েছে বার্সা। এল ক্লাসিকোতে এমবাপ্পেদের ৪-৩ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। যেখানে বড় অবদান রেখেছেন ‘বার্সেলোনার বিস্ময়বালক’ লামিনে ইয়ামাল।

ইয়ামালকে কিংবদন্তি হতে পথ দেখালেন বার্সা কোচ

এল ক্লাসিকোতে গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে মাত্র ১৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপরে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ম্যাচের ১৯ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান কমায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ১৩ মিনিট পর লামিনে ইয়ামালের গোলে সমতায় ফেরে বার্সা।

স্প্যানিশ তারকার সেই গোল যে বার্সাকে ম্যাচে ফিরেয়েছে, তা অকপটেই স্বীকার করেছেন কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে ইয়ামালের প্রশংসা করে বার্সার প্রধান কোচ বলেন, ‘ইয়ামালের গোলই আমাদের ম্যাচে ফিরিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ গোল ছিল। ১৭ বছর বয়সে এমন কিছু সত্যিই উঁচু মানের। তার কাছ থেকে আমরা এমনই চাই।’

বয়স অনুযায়ী এখনো কৈশর পার করতে পারেননি লামিনে ইয়ামাল। মাস দুয়েক পরে ১৮-তে পা রাখবেন এই তারকা ফুটবলার। এত অল্প বয়সে বিস্ময়কর পায়ে যেভাবে জাদু ছড়াচ্ছেন, প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরাচ্ছেন-  তা অবাক পুরো বিশ্ব। তবে ইয়ামালকে এখন ছোট মানতে নারাজ বার্সা কোচ।

তিনি বলেন, ‘ইয়ামাল এখন বাচ্চা নয়। সে ভালো করছে। ভালো করার আত্মবিশ্বাসটা তার মধ্যে আছে; যেকোনো কিছু করতে পারার বিশ্বাস...। সে খুব বুদ্ধিমানও।’

ইয়ামাল ফিরতেই জয় বার্সার, যা বলছেন কোচ ফ্লিক

গতকাল একটি গোলের দেখা পেলেও দলের জয়ে বেশ অবদান রেখেছেন লামিনে ইয়ামাল। লস ব্ল্যাঙ্কোসদের পুরো ৯০ মিনিট চাপে রেখেছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। পারফরম্যান্সেও বাকিদের তুলনায় এগিয়ে ছিলেন এই তারকা। ম্যাচে বার্সেলোনা শট লক্ষ্যে রাখতে পেরেছে ৯টি, এর মধ্যে ৫টিই ইয়ামালের। এছাড়া ম্যাচের সর্বোচ্চ ৪টি ড্রিবলও করেছেন এই বিস্ময়বালক।

এমআই