Advertisement
Us Bangla Airlines
কানাডায় সেরাদের তালিকায় বাংলাদেশের সামিত

কানাডায় সেরাদের তালিকায় বাংলাদেশের সামিত

খেলা ডেস্ক

১৩ মে ২০২৫, ১৮:১৫

দুর্দান্ত ফর্মে আছেন সামিত সোম। কানাডার ক্যাভালরি ফুটবল ক্লাবে সম্প্রতি অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব আর কর্তব্যের চাপে সামিতের পারফরম্যান্স যেন আরও ফুটে ওঠেছে। সবশেষ দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তার ক্লাব ক্যাভালরি। উভয় ম্যাচে দারুণ পারফর্ম করা সামিত এবার সুখবর পেয়েছেন।

কানাডা সকার লিগে (সিপিএল) সপ্তাহের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সামিত। টানা দ্বিতীয় সপ্তাহ লিগের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি। স্কোয়াডে সামিতের আরও তিন সতীর্থ জায়গা করে নিয়েছেন। আলি মুসি, টোবিয়াস ওয়ারচেস্কি এবং লেভি লিয়াংয়ের জায়গা হয়েছে সামিতের সঙ্গে। 

পাসপোর্ট প্রস্তুত, ফিফার ছাড়পত্রের অপেক্ষায় সামিত

কানাডা সকার লিগে হ্যালিফিক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিল সামিতের ক্যাভালরি। সেই ম্যাচে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশি ফুটবলারের ক্লাব। দলকে জেতানোর দিনে দারুন ভূমিকাও রেখেছেন বাংলাদেশি সামিত। চলতি মৌসুমের প্রথম অ্যাসিস্টের দেখা পেয়েছেন সেই ম্যাচে।

হ্যালিফিক্সের বিপক্ষে ম্যাচে ৯০ মিনিট খেলে ৮৯ শতাংশ পাস অ্যাকুরেসি ছিল তার। একটি অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচে দিয়েছেন ২টি বড় সুযোগ তৈরি করেছিলেন। ডিফেন্সিভ পজেশনে ডাবল পিভট রোলে থেকেও ৫ বার বল পাঠিয়েছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে। তাছাড়া ক্রসিংয়েও সফল ছিলেন শতভাগ।

বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে যা বললেন সামিত

তবে সামিতের রক্ষণ সক্ষমতাও ছিল চোখে পড়ার মতোই। ৫টি গ্রাউন্ড ডুয়েল জেতা, ৪টি ট্যাকল, ১টি ইন্টারসেপশন এবং একটি এরিয়াল ডুয়েল দিয়ে দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। গেল সপ্তাহের পর আরও একটাবার মাঝমাঠে নিজের নিয়ন্ত্রণটা পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন ২৭ বছর বয়েসী এই বাংলাদেশি মিডফিল্ডার। 

এমআই