Advertisement
Us Bangla Airlines
ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ ‘স্ত্রী’র
'গোপনে ভিডিও ধারণ'

ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ ‘স্ত্রী’র

খেলা ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১২

বাংলাদেশের ফুটবলে এখন পরিচিত মুখ শেখ মোরসালিন। ফুটবল শৈলীতে এরই মধ্যে জাতীয় দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। আগামী দিনে বাংলাদেশের বড় তারকা ভাবা হচ্ছে তাকে। 

এর মধ্যেই জানা গেল বিব্রতকর খবরটি। মোরসালিনের স্ত্রী পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেঁজুতি বিনতে নামের একজন তারকা এ ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। 

মোরসালিনের বিরুদ্ধে ব্ল্যাকমেইল আর হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। পোস্টে লিখেছেন, 'সে (মোরসালিন) আমার কনসেন্ট না নিয়ে আমার ভিডিও করেছে এবং বিভিন্ন মানুষকে দিয়েছে। আমি চুপ ছিলাম। আমি মুখ খুললে নাকি তার কাছে এমন কিছু আছে যা আমি ভাবতেও পারবো না।'

মোরসালিনের বিয়ের বিষয়টি সেভাবে কাউকে জানানো হয়নি। এর সত্যতা জানতে চাইলে জাতীয় দলের এই ফরোয়ার্ড বিয়ের বিষয়টি স্বীকার করেছেন। এ ছাড়া ব্ল্যাকমেইলের অভিযোগ নিয়ে বিস্তারিত কিছু না জানালেও বললেন, 'ওর পুরো পরিবার আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে। আমি পরে আপনাদের সব খুলে বলবো।'

জাতীয় দলের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন মোরসালিন। এই ফুটবলারের খেলার গুণ সবাইকে মুগ্ধ করেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি দু’টোতেই জিপিএ ফাইভ পেয়ে পাশ করেছিলেন ফুটবলার শেখ মোরসালিনের। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 

এমআই