
সাবেকদের সমালোচনার মুখে কোচ ক্যাবরেরা
খেলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩২
জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার খেলোয়াড় নির্বাচন ও ম্যাচ চলাকালীন খেলোয়াড় বদল নিয়ে অনেক দিন থেকেই প্রশ্ন ছিল। এবার ৩৮ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করে ৩০ জনকে ক্যাম্পে উঠানোর সিদ্ধান্ত ফুটবলাঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। সাবেক ফুটবলাররা কোচের অদূরদর্শিতার পাশাপাশি ফেডারেশনের সমন্বয়হীনতার অভাব দেখছেন প্রকটভাবে।
সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন,‘আমার খেলোয়াড়ী জীবন থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কখনো দেখিনি দুই বার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিক তালিকা প্রকাশ মানেই সেই খেলোয়াড়রা ক্যাম্পে আসবে ও অনুশীলনের সুযোগ পাবে। এবারই দেখলাম ব্যতিক্রম।’
আগামীকাল শুরু হওয়া ক্যাম্পে চলবে দিন পাঁচেক। এরপর সৌদি আরবের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। অন্তত এই পাঁচ দিন সকলকেই দেখতে পারতেন বলে মত এই সাবেক ফুটবলারের, ‘আটজনকে কয়েক দিন অন্তত অনুশীলনে দেখার সুযোগ ছিল। এরপর সৌদি আরব যাওয়ার সময় তিনি তার প্রয়োজন মতো নির্বাচন করতে পারতেন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ৩৮ থেকে সংখ্যা ৩০ জনে নামিয়ে আনাটা কোনোভাবেই মানতে পারছেন না। তার প্রশ্ন, ‘প্রথম লেগের পারফরম্যান্স দেখেই তো সেই ৩৮ জনের তালিকা প্রকাশ করেছিল। তাদের ক্যাম্পে না উঠিয়ে অনুশীলন এবং পারফরম্যান্স যাচাই না করে কিসের ভিত্তিতে তাদের বাদ দেওয়া হলো?’
পাশাপাশি কোচের পরিকল্পনাহীনতা ও বাদ পড়া খেলোয়াড়দের সম্মানহানীর বিষয়টি উত্থাপন করেছেন এমিলি, ‘তিনি ৩০ জন নিয়েই অনুশীলন করানোর পরিকল্পনা করে থাকেন তাহলে তো ৩৮ জনের তালিকা প্রকাশের কোনো প্রয়োজনই ছিল না। ৩৮ জনের তালিকায় যারা ছিল তারা জাতীয় দলে আসছেন এমন একটা আশায় ছিল। সবাই বিষয়টি জানার পর এখন পরখ না করেই তাদের বাদ দেওয়াটা অবশ্যই অসম্মানজনক হয়েছে।’
জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে এই মৌসুমে দুর্দান্ত খেলা আশরাফুল ইসলাম রানা গতকাল সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন গোলরক্ষক জিকো ও ডিফেন্ডার ইয়াসিনকে আগেভাগেই বাদ দেওয়া। আবাহনী এবার বিদেশি ছাড়া প্রথম লেগে মাত্র এক গোল হজম করেছে। সেখানে ইয়াসিনকে ক্যাম্পের আগেই বাদ দেয়ার বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না রানাসহ আরো অনেকে।
এমআই