
পিএসএলে যাওয়ার আগে যা বলে গেলেন নাহিদ
খেলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বিসিবি থেকে পূর্ণ অনাপত্তি পত্র পাননি নাহিদ রানা। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের পর খেলতে যাওয়ার কথা ছিল তাঁর। তাতে সিলেট টেস্টের পর ঢাকা ফিরেছিলেন তিনি। অতঃপর আজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নাহিদ রানা।
বাংলাদেশ সময় দুপুর ১টায় ঢাকা ত্যাগ করেন নাহিদ রানা। পাকিস্তানে নেমেই সরাসরি দলের সঙ্গে যোগ দিবেন এই ফাস্ট বোলার। পিএসএলে যাওয়ার আগে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই তরুণ ফাস্ট বোলার। পিএসএলে নিজের লক্ষ্য, উদ্দেশ্য নিয়েও কথা বলেছেন তিনি।
পিএসএলে খেলতে যাওয়া নিয়ে নাহিদ বলেন, ‘প্রথমবার বিদেশে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি। অবশ্যই ভালো লাগছে। নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো করা।’
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা। এ দলের অধিনায়কত্বের দায়িত্বে আছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার বাবর আজম।
Travel
Posted by Nahid Rana on Saturday, April 26, 2025
বাবরকে কতটা পছন্দ করেন, এমন প্রশ্নে নাহিদ বলেন, ‘সবাইকেই কম বেশি পছন্দ। তবে বাবর আজমকে ভালো লাগে। বাবর তো ব্যাটার। আমি চেষ্টা করব পাকিস্তানের লিজেন্ডারি বোলারদের কাছ থেকে নতুন কিছু শেখার। কারও সাথে কম্পিটিশন নয়, নিজের সাথে নিজে লড়াই করি।’
পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে বাজিমাত করেছেন নাহিদ রানা। তরুণ এই ফাস্ট বোলারের অবদানে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্টে বাবরদের হোয়াইটওয়াশ করেছিল। নাহিদের সেই বোলিংয়ের প্রশংসা করেছিলেন মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিসহ বাকি কিংবদন্তি বোলাররা।
বিখ্যাত ক্রিকেটারদের এমন প্রশংসায় কতটা উচ্ছ্বসিত নাহিদ, সেই প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘প্রশংসাগুলো যত পারি কম দেখি। প্রশংসা মানুষকে সন্তুষ্ট করে ফেলে। সেসব জিনিস আমি যত পারি কম দেখি।’
এমআই