
পহেলগাম কাণ্ডের ছায়া পিএসএলে, যে সিদ্ধান্ত নিল ভারত
খেলা ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ১৩:৫১
পাকিস্তানের সঙ্গে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। এর পেছনে কারণ স্পষ্ট, উভয় দেশের রাজনৈতিক দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব যেন আরও উসকে দিয়েছে পহেলগামের ঘটনা। এতেই পাকিস্তানের প্রতি আরও কঠোর হয়েছে ভারত। এমনকি ক্রীড়াঙ্গনেও পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছে দেশটি।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে আরো ভাটা পড়েছে। রাজনৈতিক এই টানা-পোড়েনের প্রভাব পড়ছে চলমান পিএসএলেও। পাকিস্তান সুপার লিগ নিয়ে বদলে যাচ্ছে ভারতের নীতি।
পাকিস্তান সুপার লিগের খেলা এতদিন দেখা মিলতো ভারতীয় অ্যাপ ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্কে। কিন্তু পহেলগাম ঘটনার পর গতকাল উভয় প্ল্যাটফর্মে পিএসএলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত। যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য বড় ধাক্কাও বটে। কারণ, দর্শক সংখ্যা কমে গেলে আগামী দিনে তাদের স্পনসর পেতে সমস্যা তৈরি হবে।
এদিকে ভারত থেকে পরিচালিত ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও ভারতীয় সরকারের নীতি অনুসরণ করছে। গতকাল থেকে ওয়েবসাইটটিতে পাকিস্তান সুপার লিগের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ফ্যানকোড পিএসএলের পুরোনো ভিডিওগুলোও মুছে ফেলেছে।
এক বিবৃতিতে ফ্যানকোড জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে পিএসএলের বাকি অংশ তারা আর সম্প্রচার করবে না। এই ওটিটি প্ল্যাটফর্ম পেহেলগামের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে এবং এ ঘটনায় তারা বিব্রত বলেও জানিয়েছে।
একই ঘটনায় পাকিস্তান সুপার লিগে কর্মরত ভারতীয় সম্প্রচারকারীরা পড়েছেন বিপাকে। দেশে ফিরবেন নাকি পাকিস্তানে থাকবেন, তা নিয়ে ভুগছেন দোটানায়। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় টেলিভিশন ক্রুদের ওপর ভিসা বাতিলের কোনো প্রভাব পড়বে না। কারণ, তাঁদের কাগজপত্রে বিশেষ সুবিধা আছে।
এমআই