
হেয়ার ড্রায়ারের পর এবার ট্রিমার উপহার দিল করাচি কিংস
খেলা ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ২০:০৮
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে হেরেছিল করাচি কিংস। শাহিন আফ্রিদিদের বিপক্ষে ৫ ম্যাচ পর পরাজয়ের মুখ দেখলো তারা। নিজেদের হোম ভেন্যুতে হেরে যাওয়া ম্যাচে বেশ উজ্জ্বল ছিলেন করাচির ফাস্ট বোলার হাসান আলী। লাহোরের ৪ জন ব্যাটারকে আউট করেছেন তিনি।
বল হাতে দুর্দান্ত পারফর্ম করায় ম্যাচ শেষে হাসান আলীকে পুরস্কার দেয় করাচি কিংস। স্বীকৃতিসরূপ ছোট একটি ক্রেস্টের পাশাপাশি ট্রিমার উপহার পান এ ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, দলের এক সাপোর্ট স্টাফ হাসানকে এই পুরস্কার তুলে দিচ্ছেন।
ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এমন পুরস্কারের জন্য হাস্যরসেও মেতে ওঠেন নেটিজেনরা। এর আগে পেশোয়ার জালমির বিপক্ষে পারফরম্যান্সের জন্য করাচি থেকে হেয়ার ড্রায়ার উপহার পেয়েছিলেন জেমস ভিন্স। সেটা নিয়ে আলোচনা হলেও পুরস্কারের বেলায় একই ধারা অব্যাহত রেখেছে ডেভিড ওয়ার্নারের দল।
লাহোর কালান্দার্সের বিপক্ষে করাচি হারলেও তাঁদের পেসার হাসান আলি দুর্দান্ত বোলিং করেছিলেন। ৪ ওভার বোলিং করে মাত্র ২৮ রান দিয়েই তুলে নিয়েছিলেন চার উইকেট। ফখর জামান, আবদুল্লাহ শফিক, স্যাম বিলিংসদের আউট করেন তিনিই। ব্যাট হাতেও স্কোরবোর্ডে ২৭ রান যোগ করেন এই অলরাউন্ডার।
এমআই