Advertisement
Us Bangla Airlines
ভক্তদের আরও অপেক্ষায় রাখলেন রিশাদ

ভক্তদের আরও অপেক্ষায় রাখলেন রিশাদ

খেলা ডেস্ক

২৫ এপ্রিল ২০২৫, ১১:৫৯

টানা দুই জয়ের পর টানা দুই হার। সময়টা এলোমেলোই যাচ্ছে লাহোর কালান্দার্সের। গতকাল পেশোয়ার জালমির বিপক্ষে ঘরের মাঠে ৭ উইকেটে হেরেছে রিশাদের দল। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটে-বলে অনুজ্জ্বল ছিলেন বাংলাদেশি লেগি। শুরুতে ব্যাটের সুযোগ পেয়ে ১৩ বলে ১৩ রান করে উইকেট বিলিয়ে এসেছেন তিনি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল হাতেও ছিলেন উইকেট শূন্য।

ম্যাচের নবম ওভারে বল করতে এসেছিলেন রিশাদ হোসেন। নিজের প্রথম ওভার তুলনামূলক ভালোই করেছিলেন। এক বাউন্ডারিতে ৭ রান দিয়েছিলেন। তবে নিজের দ্বিতীয় ওভার করতে এসে বেশ কিছু রান দিয়েছেন। লো স্কোরিং ম্যাচেও এদিন দুই ওভারে ১৮ রান দিয়েছেন রিশাদ। কিন্তু কোনো উইকেটের দেখা পাননি।

বল হাতে বাজিমাত, তিন ম্যাচেই শীর্ষে রিশাদ হোসেন

তাতে হেরেছে রিশাদের দলও। ১২৯ রানের পুঁজি নিয়ে শুরুর দিকে ভালোই লড়াই করেছে লাহোর কালান্দার্স। বিশেষ করে পেসাররা দুর্দান্ত শুরু করেছিলেন। ৪০ রানের মধ্যে টপ অর্ডারের ৩ ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে ফিরেছিল তারা। তবে সেই ধারবাহিকতা ধরে রাখতে পারেনি।

দলের পরাজয়ের দিন উইকেটবিহীন রিশাদ যেন ভক্তদের আরও অপেক্ষায় রাখলেন। পেশোয়ারের বিপক্ষে গতকাল ১ উইকেট তুলে নিলেই বাংলাদেশের হয়ে ইতিহাস গড়তেন এই লেগ স্পিনার। পিএসএলে বাংলাদেশের হয়ে কোনো বলারের সর্বোচ্চ উইকেট সংখ্যা ৮টি। মাহমুদউল্লাহ, সাকিবের পাশাপাশি তিন ম্যাচ খেলে ৮ উইকেট পেয়েছেন রিশাদও।

রিশাদের দলে পুরস্কার বিতরণে পক্ষপাতের অভিযোগ!

গতকাল হোম ভেন্যুতে পেশোয়ারের বিপক্ষে একটি উইকেট তুললেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট গড়ার রেকর্ড গড়তেন এই লেগ স্পিনার। কিন্তু কোনো সাফল্য না পাওয়ায় রিশাদের নামে সর্বোচ্চ উইকেটের রেকর্ড দেখতে ভক্তদের আরও অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা কতদিনের তা অনুমান করা মুশকিল। কেননা, পরপর দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের পর রিশাদ সেরা একাদশ থেকে বাদও পড়তে পারেন।

এমআই