Advertisement
Us Bangla Airlines
রিশাদের সামনে নতুন রেকর্ডের হাতছানি

রিশাদের সামনে নতুন রেকর্ডের হাতছানি

খেলা ডেস্ক

২২ এপ্রিল ২০২৫, ১৩:২২

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে আলোড়ন তুলেছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই লেগ স্পিনার ২ ম্যাচে তুলেছেন ৬ উইকেট। পরপর দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া রিশাদ দলের জয়ে রেখেছেন বড় অবদান। দীর্ঘ বিরতির পর আজ পিএসএলে নামবে রিশাদের দল।

নিজেদের চতুর্থ ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। বাংলাদেশ সময় রাত ৯টায় এ ম্যাচ শুরু হবে। সব ঠিক থাকলেও এই ম্যাচেও সেরা একাদশে থাকতে পারেন রিশাদ। তাতে বাংলাদেশি লেগির সামনে নতুন রেকর্ড অপেক্ষা করছে। তৃতীয়বারের ৩ উইকেট নিলেই নতুন রেকর্ড ছুঁবেন রিশাদ।

রিশাদকে দলে না নেওয়ার ম্যাচে লাহোরের পরাজয়

পিএসএলে প্রথমবারের মতো খেলতে আসা রিশাদ ২ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। মুলতানের বিপক্ষে এ ম্যাচেও যদি ৩ উইকেট পান, তবে রিশাদের উইকেট হবে ৯টি। তাতেই পিএসএলে খেলা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হবেন এই লেগ স্পিনার।

পাকিস্তান সুপার লিগে রিশাদসহ মোট আট জন বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট সংখ্যা মাহমুদউল্লাহ রিয়াদের। ২০১৭ ও ২০১৮ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৯টি ম্যাচ খেলেন মাহমুদউল্লাহ। বল হাতে দুবার ৩টি করে উইকেট নিয়েছেন অফ স্পিনে। সবমিলিয়ে পিএসএলে ৭ ইনিংসে তার উইকেট সংখ্যা ৮টি।

রিশাদের দলে পুরস্কার বিতরণে পক্ষপাতের অভিযোগ!

রিশাদকে মাহমুদউল্লাহের রেকর্ড ছুঁতে আর মাত্র ২টি উইকেট পেতে হবে। আর বাংলাদেশি সব বোলারকে ছাড়াতে প্রয়োজন হবে ৩ উইকেট। মুলতানের বিপক্ষে এই উইকেট না পেলেও রিশাদ আরও সুযোগ পাবেন। কারণ পিএসএলের পুরো মৌসুম খেলার জন্য অনাপত্তি পত্র পেয়েছেন এই ক্রিকেটার।

উল্লেখ্য, পিএসএলে ১২ ইনিংসে ৮ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। এছাড়া ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

এমআই